• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৪:৫৭ অপরাহ্ন

এমপি লিটন হত্যা : জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মী রিমান্ডে


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৫, ২০১৭, ৬:৫৭ PM / ৫১
এমপি লিটন হত্যা : জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মী রিমান্ডে

ছদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মীর একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সুন্দরগঞ্জ) ময়নুল হাসান ইউসুব তাদের রিমান্ড মঞ্জুর করেন।

কোর্ট পুলিশের পরিদর্শক শাহ আলম জানান, এমপি লিটন হত্যা মামলায় গ্রেফতার করা ১০ আসামিকে আদালতে হাজির করে সাতদিন করে রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। বিচারক দীর্ঘ শুনানি শেষে তাদের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন- সুন্দরগঞ্জ উপজেলার জামায়াতের সাবেক রোকন মোজাম্মেল হক (৫৫), জামায়াত কর্মী আমিনুল ইসলাম (৬৬), শফিকুল ইসলাম ঢলু (৩৮), শাহিন মাহামুদ (৫৪), শিবির নেতা মামুনুর রশিদ (২৬), মাহাতাব আলী (৩০), সিরাজুল ইসলাম (৫১), রাতুল ইসলাম (২৩), লাল মিয়া (৪৪) ও গোলাম মোস্তফা (৩৮)।
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৬:৫২পিএম/৫/২/২০১৭ইং)