• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৪:৫৬ অপরাহ্ন

এমপি লিটন হত্যা : জামায়াতের আমীর গ্রেফতার


প্রকাশের সময় : জানুয়ারী ৮, ২০১৭, ৮:২৯ PM / ৮৩
এমপি লিটন হত্যা : জামায়াতের আমীর গ্রেফতার

 

ঢাকারনিউজ২৪.কম, গাইবান্ধা : দুর্বৃত্তের গুলিতে নিহত গাইবান্ধার সুন্দরগঞ্জের সরকার দলীয় সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলাম লিটন হত্যায় সন্দেহভাজন সুন্দরগঞ্জ পূর্ব থানা জামায়াতের আমীর সাইফুল ইসলামকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।

উপজেলার চেংমারী ইউনিয়নের শখের বাজার থেকে রোববার বিকালের তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের আব্দুল ছাত্তারের ছেলে এবং চেংমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

সুন্দরগঞ্জ থানার ওসি অতিয়ার রহমান জানান, গ্রেফতার জামায়াতের আমীরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে জাসদ নেতা আহসান হাবিবকে (মাসুদ) উপজেলার বাজার এলাকার নিজ বাড়ি থেকে শনিবার রাতে গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে এ মামলায় মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জে নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে এমপি লিটন নিহত হন। এ ঘটনায় তার ছোট বোন তাহমিদা বুলবুল কাকলি বাদী হয়ে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৮:২৫পিএম/৮/১/২০১৭ইং)