• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৪:১৭ পূর্বাহ্ন

এবার হোস্ট ভিসা চালু করতে যাচ্ছে সৌদি আরব


প্রকাশের সময় : অক্টোবর ২৬, ২০১৯, ২:৪৯ PM / ৯৭
এবার হোস্ট ভিসা চালু করতে যাচ্ছে সৌদি আরব

সৌদি থেকে সবুজ আহমেদ : ১বছর মেয়াদ নির্ধারণ করে এ ধরণের হোস্ট ভিসা চালু করতে যাচ্ছে সৌদি সরকার।এই ভিসার মাধ্যমে প্রবাসীরা নিজেদের খরচে ৯০ দিনের জন্য পরিবারবর্গ,পরিচিত মানুষজনকে সৌদি আরবে নিয়ে আসতে পারবে।খুব শিগগিরই চালু হতে যাচ্ছে এই ভিসার কার্যক্রম।

সৌদি পররাষ্ট্র মন্ত্রনালয় থেকে জানানো হয়েছে, সৌদি নাগরিক ও প্রবাসীরা সর্বোচ্চ ৩ থেকে ৫ জন পরিবার পরিচিতজনকে এই ভিসায় নিয়ে আসতে পারবে।আগত অতিথিরা হোটেলে বা হোস্টের বাড়িতে থাকতে পারবে। আবার হোস্ট ভিসায় এসে ওমরাহও করা যাবে কোন বাধা থাকবে না।

পাশাপাশি সৌদি আরবের ধর্মীয় ও দর্শনীয় স্থান অনায়াসে উপভোগ করা যাবে। জনপ্রতি হোস্ট ভিসার খরচ ধরা হয়েছে ৫০০ রিয়াল।ভিসার মেয়াদকাল ১ বছর।হোস্ট ভিসায় এসে সৌদিতে সর্বোচ্চ ৯০ দিন অবস্থান করা যাবে। তবে ভিসায় মাল্টিপল এন্ট্রি গ্রহণযোগ্য হবে না। একই বছরে নতুন করে ভিসা ইস্যু করে ৩বার প্রবেশ করা যাবে বলে জানানো হয়।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/২:৪৯পিএম/২৬/১০/২০১৯ইং)