• ঢাকা
  • রবিবার, ১৯ মে ২০২৪, ০৫:৫৬ অপরাহ্ন

এবার মাদার তেরেসা’র বায়োপিক


প্রকাশের সময় : মার্চ ১৩, ২০১৯, ১০:৪৫ AM / ৩৪
এবার মাদার তেরেসা’র বায়োপিক

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : মিশনারিজ অফ চ্যারিটির প্রতিষ্ঠাতা মাদার তেরেসাকে নিয়ে এবার বায়োপিক বানাতে চলেছেন সীমা উপাধ্যায়। ছবির নাম ‘মাদার তেরেসা: দ্য সেন্ট’।

এই সময় পত্রিকার খবরে বলা হয়, পরিচালক সীমা উপাধ্যায় জানালেন, হলিউড ও বলিউডের অভিনেতারা থাকবেন মাদারের বায়োপিকে। তবে, মাদার তেরেসার চরিত্রে কাকে দেখা যাবে, তা গোপনই রেখেছেন পরিচালক।

মাদার তেরেসা ছিলেন আলবেনীয়-বংশোদ্ভূত ভারতীয় ক্যাথলিক সন্ন্যাসিনী ও ধর্মপ্রচারক। ১৯২৮ সালে তিনি আয়ারল্যান্ড হয়ে ভারতে আসেন। আর ফিরে যাননি। জীবনের বাকি অংশ ভারতেই কাটিয়ে দেন। তার মধ্যেই ১৯৫০ সালে কলকাতায় গড়ে তোলেন মিশনারিজ অফ চ্যারিটি।

১৯৭৯ সালে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় মাদার তেরেসাকে। ১৯৮০ সালে তাকে ভারতরত্নে সম্মানিত করা হয়। ২০১৬ সালে পোপ ফ্রান্সিস তাকে ‘সন্ত’ হিসেবে স্বীকৃতি দেন। তবে, ভুবনজোড়া খ্যাতির পাশাপাশি সমালোচিতও হয়েছেন। নিন্দুকের চোখে তিনি ছিলেন, ‘ধর্মীয় সাম্রাজ্যবাদী’।

পরিচালক আশাবাদী, ২০২০ সালের মধ্যে ছবিটি মুক্তি পাবে।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১০:৪৫এএম/১৩/৩/২০১৯ইং)