• ঢাকা
  • রবিবার, ১৯ মে ২০২৪, ০৬:৩০ অপরাহ্ন

এবার চীনের তৈরি ব্যাপক বিধ্বংসী বোমা ‘মোয়াব’


প্রকাশের সময় : জানুয়ারী ৪, ২০১৯, ১০:২৫ PM / ৩৬
এবার চীনের তৈরি ব্যাপক বিধ্বংসী বোমা ‘মোয়াব’

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : যুক্তরাষ্ট্রের তৈরি ‘মাদার অফ অল বম্বস’ বা মোয়াব-এর জবাবে চীনও একই রকম সবচেয়ে শক্তিশালী বোমা তৈরি করেছে।

শুক্রবার(৪ জানুয়ারি) চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে এই বোমা তৈরির খবর প্রকাশ করা হয় বলে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই।

চীনের বৃহৎ প্রতিরক্ষা প্রতিষ্ঠান নরিঙ্কো প্রথমবারের মতো চীনের সবচেয়ে বড় এই নন-নিউক্লিয়ার বোমার প্রদর্শনী করেছে বলে জানায় চীনের গ্লোবাল টাইমস পত্রিকা।

ব্যাপক বিধ্বংসী ক্ষমতার কারণে পত্রিকাটি এটিকে ‘মাদার অফ অল বম্বস’-এর চাইনিজ ভার্সন বলে অভিহিত করেছে।

পরমাণু বোমার পর এটাই সবচেয়ে বিধ্বংসী বোমা। নরিঙ্কোর পোস্ট করা ভিডিওতে দেখা যায়, এইচ-কে যুদ্ধবিমান থেকে বোমাটি ফেলা হলে বিশাল আকারের বিস্ফোরণ ঘটে।

সিনহুয়া নিউজ এজেন্সি জানায়, এই প্রথমবারের মতো জনসমক্ষে নতুন বোমার বিধ্বংসী ক্ষমতা প্রদর্শন করা হলো।

২০১৭ সালে আফগানিস্তানে সন্ত্রাসীদের সঙ্গে লড়াই করার সময় মার্কিন সেনাবাহিনী একটি জিবিইউ ৪৩/বি ম্যাসিভ অর্ডিনান্স এয়ার ব্লাস্ট (মোয়াব) ফেলে সন্দেহভাজন আইএসের লক্ষ্যবস্তুতে। এই বোমা ‘মাদার অফ অল বম্বস’ নামেই পরিচিত।

চীন তাদের বোমার জন্যও একই নাম ব্যবহার করলেও এটি যুক্তরাষ্ট্রের বোমাটির চেয়ে ছোট এবং হালকা।

 

(ঢাকারনিউজ২৪.কম/কেএস/১০:২৮পিএম/৪/১/২০১৯ইং)