• ঢাকা
  • রবিবার, ১৬ Jun ২০২৪, ০৫:০৬ পূর্বাহ্ন

এক সপ্তাহের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা


প্রকাশের সময় : অক্টোবর ৩১, ২০১৮, ১২:২৭ PM / ৭২
এক সপ্তাহের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা

ঢাকারনিউজ২৪.কম,ডেস্ক : নির্বাচন কমিশন সচিব হেলালউদ্দীন আহমদ বলেছেন, এক সপ্তাহের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে। আজ বুধবার( ৩১ অক্টোবর) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।

এর আগে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা নভেম্বরের প্রথম সপ্তাহে হবে বলে জানিয়েছিলেন তিনি। রোববার (২৮ অক্টোবর) দুপুরে, বান্দরবানের লামা উপজেলায় স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি।

ওই সময় হেলালউদ্দীন আহমদ জানান, ‘নভেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে। এবং ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনা রয়েছে। এই তিন পার্বত্য জেলার জন্যে আইন শৃঙ্খলার ব্যবস্থা করা হবে।

(ঢাকারনিউজ২৪.কম/কেএস/১২:২৮পিএম/৩১/১০/২০১৮ইং)