• ঢাকা
  • সোমবার, ১৭ Jun ২০২৪, ১১:৪১ অপরাহ্ন

এক লাখ টাকা লভ্যাংশ করমুক্ত চায় ডিএসই-সিএসই


প্রকাশের সময় : মে ১, ২০১৭, ৮:৫৫ AM / ৪৩
এক লাখ টাকা লভ্যাংশ করমুক্ত চায় ডিএসই-সিএসই

ঢাকারনিউজ২৪.কম:

আসন্ন ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের করমুক্ত লভ্যাংশের সীমা এক লাখ টাকা করার প্রস্তাব করেছে দেশের দুই স্টক এক্সচেঞ্জ। রোববার সন্ধ্যায় সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ প্রস্তাব তুলে ধরে ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।

বৈঠকে ডিএসইর চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাসেম, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কে এম মাজেদুর রহমান, সিএসইর চেয়ারম্যান ড. এ কে আব্দুল মোমেন, এমডি এম সাইফুর রহমান মজুমদার, ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) সভাপতি আহমেদ রশিদ লালী উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে আহমেদ রশিদ লালী বলেন, আমরা বিনিয়োগকারীদের এক লাখ টাকা লভ্যাংশ করমুক্ত রাখার কথা বলেছি। বিনিয়োগকারীদের জন্য এক বছর থেকে দুই বছর/তিন বছর ট্যাক্স রিবেট দেয়া যায় কিনা সে বিষয়ে আলেচনা হয়েছে।

তিনি আরও বলেন, বিনিয়োগকারীদের ডিভিডেন্টের উপর ১০ শতাংশ ট্যাক্স ফাইনাল স্যাটেলম্যান্ট করার প্রস্তাব করেছি।

আহমেদ লালী জানান, ৩০ জুনের মধ্যে ডিএসইর কৌশলগত বিনিয়োগকারী নেয়ার সর্বশেষ অবস্থা তিনি জানতে চেয়েছেন। একইসঙ্গে আইপিওর মাধ্যমে ৩৫ শতাংশ শেয়ার বিক্রির বিষয়ে আলোচনা হয়েছে।

অর্থমন্ত্রী প্রতিক্রিয়া সর্ম্পকে তিনি বলেন, তিনি আমাদের কথা শুনেছেন এবং নোট রেখেছেন। কিছু ফাইনাল জানাননি।

 

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম ০৮.৫৪এএম/০১//২০১৭ইং)