• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৫:৫৯ অপরাহ্ন

একুশ আমাদের অহংকার : শাহনেওয়াজ ভুট্টু


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৭, ২০১৭, ১২:৩৬ AM / ৩৭
একুশ আমাদের অহংকার : শাহনেওয়াজ ভুট্টু

 

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : মহান একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ৫২’র ভাষা আন্দোলনে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের খুলনা জেলা শাখার সহ-সভাপতি শাহনেওয়াজ ভুট্টু।

ঢাকারনিউজ২৪.কম এ পাঠানো এক বাণীতে তুখূর এ রাজনীতিক উল্লেখ করেছেন-

‘‘১৯৫২ সালের এই দিনে গোটা বিশ্বকে অবাক করে মায়ের ভাষার জন্য রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল এদেশের সূর্য সন্তানরা। তাদের এই নিঃস্বার্থ আত্মত্যাগেই আমরা পেয়েছি অমৃতসম মায়ের ভাষা, প্রাণের ভাষা, গানের ভাষা, আবেগের ভাষা, বাংলা ভাষা। আমি ভাষা আন্দোলনের সকল বীর সেনাদের স্মরণ করছি সশ্রদ্ধ চিত্তে। একই সাথে একমাত্র মায়ের ভাষার জন্য যারা অকাতরে বিলিয়ে দিয়েছে তাজা প্রাণ, যাদের জন্য অবাক গোটা বিশ্ববাসী সেই মহান শহীদদের আত্মার মাগফেরাত কমনা করছি। ২১ শে ফেব্রুয়ারি সারা বিশ্বে বাংলা ভাষাবাসীরা উদযাপন করবে এই দিবসটিকে। একুশ আমাদের চেতনায়, একুশ আমাদের প্রেরণায়। একুশ আমাদের অহংকার’’

বাণীতে তিনি আরো উল্লেখ করেন- ‘‘যে ভাষার জন্য বুকের তাজা রক্তে রাজপথ রক্তাক্ত হয়েছে, অাসুন সেই ভাষাকে, অামাদের মায়ের ভাষাকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করতে আমরা বীর বাঙ্গালী কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলি।’’
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১২:৩৫এএম/১৭/২/২০১৭ইং)