• ঢাকা
  • শনিবার, ০৪ মে ২০২৪, ০৬:৩১ অপরাহ্ন

এই দিনে : বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্ম


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৬, ২০১৭, ১:৫২ PM / ৩৭
এই দিনে : বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্ম

 

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : আজ ২৬ ফেব্রুয়ারি, ২০১৭, রোববার। ১৪ ফাল্গুন, ১৪২৩ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
• ১৭৯৭ – ব্যাংক অব ইংল্যান্ড প্রথম এক পাউন্ডের নোট প্রচলন করে।
• ১৮৪৮ – দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র স্থাপিত।
• ১৮৭০ – নিউইয়র্কে প্রথম সাবওয়ে লাইন খুলে দেওয়া হয়।
• ১৮৭১ – ফ্রান্স-জার্মানির মধ্যে ভার্সাই চুক্তি স্বাক্ষর।
• ১৯৫২ – ব্রিটেন পারমাণবিক বোমা তৈরির কথা ঘোষণা করে।

ব্যক্তি
• ১৮০২ – ফরাসি সাহিত্যিক, রাজনীতিবিদ এবং মানবাধিকার কর্মী ভিক্টর হুগোর জন্ম।
• ১৯০৮ – বাঙালি সাহিত্যিক লীলা মজুমদারের জন্ম। ১৯২২ সালে তার প্রথম গল্প ‘লক্ষ্মীছাড়া’ সন্দেশ পত্রিকায় প্রকাশিত হয়। লীলা মজুমদার ১৯৬৩ থেকে ১৯৯৪ পর্যন্ত সহ-সম্পাদক হিসাবে সন্দেশ পত্রিকাটির সঙ্গে যুক্ত ছিলেন।
• ১৯৩৬ – একাত্তরের মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্ম।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১:৫০পিএম/২৬/২/২০১৭ইং)