• ঢাকা
  • রবিবার, ০৫ মে ২০২৪, ০১:০৫ পূর্বাহ্ন

এই দিনে : কার্জন হলের ভিত্তি প্রস্তর স্থাপন


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৯, ২০১৭, ১১:৩৬ AM / ৩৪
এই দিনে : কার্জন হলের ভিত্তি প্রস্তর স্থাপন

 

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : আজ ১৯ ফেব্রুয়ারি, ২০১৭, রোববার। ০৭ ফাল্গুন, ১৪২৩ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
• ১৬১৮ – ডেনিস-অস্ট্রেলিয়া যুদ্ধের অবসান। মাদ্রিদ শান্তি চুক্তি অনুমোদন।
• ১৮৭৮ – টমাস আলভা এডিশন ফনোগ্রাফ পেটেন্ট করেন।
• ১৯০৪ – ব্রিটিশ ভারতের তৎকালীন ভাইসরয় ও গভর্নর জেনারেল জর্জ কার্জন ঢাকায় কার্জন হলের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ঐতিহাসিক ভবনটি এখন পুরাকীর্তি হিসেবে স্বীকৃত। এটি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও জীব বিজ্ঞান অনুষদের কিছু শ্রেণিকক্ষ ও পরীক্ষার হল হিসেবে ব্যবহৃত হচ্ছে। বঙ্গভঙ্গ ঘোষিত হওয়ার পর প্রাদেশিক রাজধানী হিসেবে ঢাকাকে গড়ে তোলার জন্য রমনা এলাকার যেসব ইমারতের গুরুত্ব বৃদ্ধি পায় কার্জন হল তার মধ্যে অন্যতম।
• ১৯৪২ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডে জাপানের প্রথম বিমান হামলা। ২৪৩ কর্মকর্তা নিহত। ২৩টি বিমান বিধ্বস্ত, ৮টি জাহাজডুবি।
• ১৯৫১ – নেপালে গণঅভ্যুত্থানে ১০৪ বছরের পুরনো রানা শাসনামলের পতন এবং রাজ পরিবারের ক্ষমতায় পুনঃঅধিষ্ঠিত।
• ১৯৯৩ – হাইতিতে ১৫শ যাত্রীবাহী ফেরিডুবি। জীবিত উদ্ধার মাত্র ২৮৫ জন।

• ব্যক্তি
• ১৩৮৯ – সুলতান গিয়াসউদ্দিন তুঘলক (দ্বিতীয়) দিল্লিতে নিহত হন।
• ১৪৭৩ – আধুনিক সূর্যকেন্দ্রিক সৌরজগতের মতবাদের প্রবক্তা বিজ্ঞানী নিকোলাস কোপার্নিকাসের।
• ১৯৫১ – বিখ্যাত ফরাসি লেখক, নৈতিকতাবাদী, দার্শনিক আন্দ্রে জিঁদ পরলোকগমন করেন।
• ১৯৯৭ – চীনের শীর্ষ নেতা দেন শিয়াও পিংয়ের মৃত্যু।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১১:৩৫এএম/১৯/২/২০১৭ইং)