• ঢাকা
  • রবিবার, ১২ মে ২০২৪, ০৩:৪৯ অপরাহ্ন

এইচএসসি পাশ ব্যক্তি এমবিবিএস ডাক্তার!


প্রকাশের সময় : জুলাই ৩০, ২০১৯, ৬:৫১ PM / ৩১
এইচএসসি পাশ ব্যক্তি এমবিবিএস ডাক্তার!

রাশেদুল কবির অনু, সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : এম.এ করিম বশির (৪৫)। পুরো নাম মোস্তাক আহমেদ করিম বশির। ঢাকা মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জারী ডাঃ মোঃ মোস্তাক আহম্মেদের নামের সাথে মিল রয়েছে তার। নামের মিল থাকায় তার প্যাড ব্যবহার করে এম.এ করিম বশির রোগীদের প্রেসক্রিপশন করতো। এমনকি তার ভিজিটিং কার্ডটিও নকল। গত প্রায় পনের বছর যাবৎ তিনি নিয়মিত ডাক্তার সেজে প্রতারণা করে যাচ্ছে মানুষের সাথে। সোমবার র‌্যাব-১১ ভেজাল বিরোধী অভিযানে এমনি এক ভূয়া ডাক্তারকে আটক করা হয়। তাদের কাছে গোপন সংবাদ ছিলো নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলের নিউ মুক্তি ডায়াগনষ্টিক সেন্টারে একজন ডাক্তার বসেন। যিনি আদতে কোন ডাক্তার নয়। ডাক্তার সেজে দীর্ঘদিন রোগীদের সাথে প্রতারণা করে আসছিলেন। সেই খবরের ভিত্তিতে র‌্যাবের গোয়েন্দা দল প্রাথমিকভাবে তার সত্যতা পায়। এরই প্রেক্ষিতে সোমবার রাত অভিযান চালানো হয় শিমরাইলের হক সুপার মার্কেটের দ্বিতীয় তলার নিউ মুক্তি ডায়াগনষ্টিক সেন্টারে। ওই অভিযানের নেতৃত্ব দেন র‌্যাব-১১র সিপিএসসির কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব এবং অপারেশন অফিসার অতিঃ পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী (পিপিএম)। অভিযানে আটক করা হয় ভূয়া এমবিবিএস ডাক্তার এম.এ করিম বশিরকে। মেজর তালুকদার নাজমুছ সাকিব জানায়,প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন উনি এমবিবিএস ডাক্তার না। নিজের নামের সাথে মিল থাকায় উনি ডাঃ মোস্তাক আহম্মেদের প্যাড ব্যবহার করে রোগীদের প্রেসক্রিপশন দিতেন। তিনি এইচএসসি পাশ। জিজ্ঞাসাবাদে তিনি আরো স্বীকার করেছেন প্রায় পনের বছর যাবৎ ডাক্তার সেজে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছেন এবং ধোকা দিচ্ছেন রোগীদের । মূলত সে একজন মিনারেল পানি সরবরাহের ব্যবসায়ি। এবং আগে সে ফার্মেসির ব্যবসাও করতেন। পানির ব্যবসা ভালো না তাই তিনি বেছে নেন এই পেশা। তার ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করবেন বলে জানায় এই কর্মকর্তা।

র‌্যাব-১১ অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন পিপিএম জানায়, গত তিন মাসে ভেজাল বিরোধী অভিযানে নারায়নগঞ্জের বিভিন্ন স্থান থেকে মোট ৯জন ভূয়া ডাক্তারকে আটক করেছে র‌্যাব। এদের কাউকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। আবার কারো বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে আইনের আওতায় আনা হয়েছে। ভেজালের বিরুদ্ধে র‌্যাবের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

(ঢাকারনিউজ২৪.কম/কেএস/৬:৫০পিএম/৩০/৭/২০১৯ইং)