• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ১২:৩২ অপরাহ্ন

এইচএসসি ও সমমানের ফলাফল : পাসের হার ৬৬.৬৪ শতাংশ


প্রকাশের সময় : জুলাই ১৯, ২০১৮, ১:৪৮ PM / ৩৬
এইচএসসি ও সমমানের ফলাফল : পাসের হার ৬৬.৬৪ শতাংশ

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : এ বছর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬৬ দশমিক ৬৪ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন ২৯ হাজার ২৬২ জন শিক্ষার্থী।

১৯ জুলাই(বৃহস্পতিবার) সকাল ১০টা ১০মিনিটের দিকে গণভবনে প্রধানমন্ত্রীর হাতে পরীক্ষার ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী।

দুপুর ১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত ফলাফল প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী। পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল সংগ্রহ করতে পারবেন।

চলতি বছরের ২ এপ্রিল থেকে শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছয় লাখ ৯২ হাজার ৭৩০ জন ছাত্র ও ছয় লাখ ১৮ হাজার ৭২৭ জন ছাত্রী।

এইচএসসিতে আটটি সাধারণ বোর্ডের অধীনে অংশ নেয় ১০ লাখ ৯২ হাজার ৬০৭ শিক্ষার্থী। আর মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে এক লাখ ১২৭ জন, কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি (বিএম)-এ এক লাখ ১৭ হাজার ৭৫৪ জন ও ডিপ্লোমা-ইন-বিজনেস স্টাডিজ (ডিআইবিএসে) পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯৬৯ জন।

এ ছাড়া বিদেশের ৭টি কেন্দ্রে ২৯৯ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। তাদের মধ্যে ১৫৯ জন ছাত্র ও ১৪০ জন ছাত্রী।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১:৪৫পিএম/১৯৭/২০১৮ইং)