• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৮:৩৪ পূর্বাহ্ন

উলিপুরে মুক্তিযোদ্ধা ভিত্তিক পাঠাগারের শুভ উদ্বোধন


প্রকাশের সময় : জানুয়ারী ৫, ২০২০, ৮:৪০ PM / ২৩
উলিপুরে মুক্তিযোদ্ধা ভিত্তিক পাঠাগারের শুভ উদ্বোধন

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে ধামশ্রনী ইউনিয়নে সুরির ডারার পাড় গ্রামে ১৯৭১ সালে ২ ডিসেম্বর উলিপুর ডাকবাংলা অপারেশনে শহীদ হওয়া আব্দুর রহিম বাবুর সমাধীতে ৫ জানুয়ারি সকাল ১১টায় ২৭ কুড়িগ্রাম – ৩’র সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন ও জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা শহীদ আব্দুর রহিমের সমাধীতে পুষ্পস্তবক অর্পন করেন। এর পর আব্দুর রহিমের সমাধী থেকে ১হাজার গজ দুরে শহীদ নুরুল ইসলামের শতবর্ষী মা নুজাহান বেওয়া শহীদ আব্দুর রহিম স্মৃতি পাঠাগার’র শুভ উদ্বোধন করেন। মুক্তিযোদ্ধা রবিউস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানের শুারুতেই অথিতিবৃন্দকে পাঠাগারের সদস্যবৃন্দ ফুলেল শুভেচ্ছা দেয়। শুভেচ্ছা বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন সকল শহীদদের ঘুমিয়ে থাকা জায়গাগুলো সনাক্ত করার কথা বলেন এবং আব্দুর রহিমের কবরের পাশে সকল ধরনের জাতীয় প্রোগ্রাম করার কথা বলেন। শুভেচ্ছা বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান, সিরাজুল ইসলাম সরদার, মোজাম্মেল হক, ডাক্তার শরিয়ত উল্লা, সাবেক ছাত্র নেতা নাজমুল মানিক, সোহরাব হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মন্জুর মোরশেদ, পাঠাগার কমিটির সভাপতি মারুফ আহমেদ, সহ-সভাপতি ইমরান আলী প্রমুখ।

(ঢাকারনিউজ২৪.কম/কেএস/৮:৪০পিএম/৫/১/২০২০ইং)