• ঢাকা
  • রবিবার, ১৯ মে ২০২৪, ০৭:১৪ অপরাহ্ন

ঈদে খোলা থাকবে কাস্টমস স্টেশন ও বন্দরের ব্যাংক


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০১৭, ৭:০৬ PM / ৩৫
ঈদে খোলা থাকবে কাস্টমস স্টেশন ও বন্দরের ব্যাংক

 

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : আমদানি-রফতানি বাণিজ্য সচল রাখতে ঈদের ছুটিতেও দেশের সব কাস্টমস হাউস ও কাস্টম স্টেশন খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে কাস্টমস হাউস ও শুল্ক স্টেশন সংশ্লিষ্ট বন্দর, ব্যাংক ও অন্য অত্যাবশ্যকীয় স্টেকহোল্ডিং প্রতিষ্ঠানও খোলা রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার এনবিআর বিষয়টি নিয়ে একটি আদেশ জারি করেছে।
এনবিআরের কাস্টমস নীতি বিভাগের সদস্য মো. লুৎফর রহমাসের স্বাক্ষর করা আদেশে বলা হয়েছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১ থেকে ৩ সেপ্টেম্বর সব কাস্টমস হাউস ও কাস্টমস স্টেশন খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে এ তিন দিন কাস্টমস হাউস ও স্টেশনসমূহে ন্যূনতম কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কমিশনারদের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া যেসব কাস্টমস স্টেশন দিয়ে যাত্রী আসা-যাওয়া ও পণ্য আমদানি রফতানি হয় সে সব স্টেশনের কার্যক্রম স্বাভাবিক এবং সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ব্যবস্থা নিতেও কমিশনারদের নির্দেশ দেওয়া হয়েছে।
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৭:০৫পিএম/১/৯/২০১৭ইং)