• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ১১:০০ অপরাহ্ন

ঈদযাত্রার শুরুতেই চরম ভোগান্তির অভিযোগ রিজভীর


প্রকাশের সময় : জুন ১, ২০১৯, ১০:০১ PM / ৩৩
ঈদযাত্রার শুরুতেই চরম ভোগান্তির অভিযোগ রিজভীর

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : ঈদযাত্রার শুরুতেই যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, ‘লঞ্চযাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া। বাস যাত্রীদের কাছ থেকেও আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া। ঈদযাত্রার শুরুতেই চরম দুর্ভোগে পড়েছে মানুষ। কথায় আছে- কয়লা ধুলেও ময়লা যায় না, আওয়ামী লীগের নেতাদের অবস্থাও তাই।’

আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন রুহুল কবির রিজভী।

গত বৃহস্পতিবার বিকেল থেকেই রাজধানী ছাড়তে শুরু করে অনেক মানুষ। শুক্রবার বন্ধের দিন থাকায় সেদিন অনেক মানুষ রাজধানী ছেড়ে গ্রামের বাড়ির দিকে রওনা দেন। কিছু কিছু যাত্রীরা ট্রেন বিলম্বের অভিযোগ করেছেন। এজন্য রেলপথ মন্ত্রী দুঃখও প্রকাশ করেছেন যাত্রীদের কাছে। তবে সড়ক ও নৌপথে যাত্রীরা আনন্দ নিয়ে বাড়ি যাচ্ছেন বলে দাবি করেছেন সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তারা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘এবার ঈদে যাত্রীদের দুর্ভোগ হবে না। সড়ক মহাসড়কের অবস্থা ভালো, তবে সড়কে শৃঙ্খলা নেই।’ তিনি আরো বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে বর্তমানে সড়কের অবস্থা সবচেয়ে ভালো।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্য ‘জনগণের সঙ্গে চরম রসিকতা’ উল্লেখ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘সড়ক ব্যবস্থা এতটাই ভালো যে, শুধু ঢাকার অদূরে গাজীপুর যেতে সময় লাগে কমপক্ষে চার থেকে পাঁচ ঘণ্টা। উত্তরাঞ্চলের অবস্থা আরো নাজুক।’

রিজভী আরো বলেন, ‘ঢাকা থেকে টাঙ্গাইল হয়ে উত্তরের জেলাগুলোর যোগাযোগ ব্যবস্থা এতই খারাপ যে, উত্তরাঞ্চলের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে দীর্ঘদিন ধরে। ঢাকা-সিলেট মহাসড়ক, ঢাকা-খুলনা মহাসড়ক, ঢাকা-কুষ্টিয়াসহ দেশের সব সড়ক মহাসড়কগুলোতে বেহাল অবস্থা বিরাজ করছে। সড়কের বেহাল দশার কারণে ঈদে ঘরমুখী মানুষ ঝুঁকছে ট্রেনের দিকে। গতকাল শুরুর দিনে ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। সকালের ট্রেন বিকেলেও পাওয়া যায়নি। রেলমন্ত্রী এজন্য জাতির কাছে দুঃখ প্রকাশও করেছেন।’

দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকরা প্রস্তুত হচ্ছেন বলে জানিয়েছেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়াকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় কারাবন্দি করে রাখা হয়েছে। এই পবিত্র মাহে রমজানে চরম অসুস্থ অবস্থায় প্রিজন সেলে দিনাতিপাত করছেন তিনি। সম্পূর্ণরূপে জুলুম করে খালেদা জিয়াকে কারাবন্দি করা হলেও দেশের মানুষের প্রত্যাশা ছিল মিডনাইট ভোটের সরকার দেশনেত্রীকে ঈদের আগেই মুক্তি দেবে।’

বিএনপির এই নেতা আরো বলেন, ‘আওয়ামী লীগ অত্যন্ত সচেতন ও সু-চতুরভাবে নীলনকশা অনুযায়ী বিএনপিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে। তারা লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, গ্রেপ্তার করেছে, খুন করেছে, অনেককে গুম করে দিয়েছে। আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দিচ্ছে। আইন আদালতকে কুক্ষিগত করে জামিন ও রায়ে প্রভাব বিস্তার করছে। সবদিক দিয়ে আমাদের কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা শাহিদা রফিক, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১০:০১পিএম/১/৬/২০১৯ইং)