• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৫:১৫ অপরাহ্ন

ঈদকে কেন্দ্র করে প্রবাসীরা পাঠাচ্ছে বেশি অর্থ, বাড়ছে দেশের রিজার্ভ


প্রকাশের সময় : মে ২৮, ২০১৯, ১:৫৫ PM / ৬৯
ঈদকে কেন্দ্র করে প্রবাসীরা পাঠাচ্ছে বেশি অর্থ, বাড়ছে দেশের রিজার্ভ

সৌদি থেকে সবুজ আহমেদ : ঈদ সামনে রেখে প্রবাসীরা দেশে বেশি টাকা পাঠাচ্ছেন। চলতি মে মাসের প্রথম ২৪ দিনেই ১৩৫ কোটি মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন তারা।

বাংলাদেশ ব্যাংক রেমিটেন্স নিয়ে সর্বশেষ যে প্রতিবেদন দিয়েছে, তা পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে। অভিবাসন বিশ্লেষকেরা বলছেন, প্রতি বছর ঈদের আগে রেমিটেন্সে প্রবাহ ভালো থাকে,প্রবাসীরা পরিবারের কাছে পর্যাপ্ত অর্থ পাঠান এবারও তার ব্যতিক্রম হয়নি তা অব্যাহত আছে।

অন্যান্য মাসের তুলনায় রোজা এবং ঈদ উৎসব কে কেন্দ্র করে এ মাসে সাধারণত বেশি টাকা পাঠান প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন,রেমিটেন্স প্রবাহ এমনিতেই ভালো ছিল এখন আরো ভালোর দিকে যাচ্ছে।

প্রবাসীরা ঈদ উপলক্ষে প্রয়োজনীয় কেনাকাটা করতে পরিবার-পরিজনের কাছে বেশি বেশি টাকা পাঠাচ্ছেন সে কারণেই রেমিটেন্স প্রবাহ অব্যাহত ভাবে বাড়ছে।

ধারণা করা হচ্ছে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ বা ৬ জুন ঈদ অনুষ্ঠিত হবে।সে হিসেবে মাসের বাকি সপ্তাহে রেমিটেন্স আরও দ্রুত গতিতে বাড়তে পারে।

বাংলাদেশ ব্যাংকের এই নির্বাহী পরিচলকের আশা,অর্থবছর শেষে এবার রেমিটেন্সের পরিমাণ ১৬ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে। গত বছর যা ছিল ১৫ বিলিয়নের কাছাকাছি।
(ঢাকারনিউজ২৪.কম/কেএস/১:৫০পিএম/২৮/৫/২০১৯ইং)