• ঢাকা
  • সোমবার, ১৭ Jun ২০২৪, ০৬:৫৯ অপরাহ্ন

ইরানে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প


প্রকাশের সময় : এপ্রিল ৫, ২০১৭, ৪:৩৬ PM / ৪৪
ইরানে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ঢাকারনিউজ২৪.কম:

ইরানের শিয়া মুসলিম অধ্যুষিত পবিত্র মাশহাদ শহরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার সকালের দিকে ৬ দশমিক ১ মাত্রার ওই শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে মাশহাদ।

তবে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, ইরানের সেপিড স্যাং এলাকা থেকে ৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূপৃষ্ঠের ৩৩ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। সকাল ১০ টা ৩৯ মিনিটে শক্তিশালী কম্পন অনুভূত হয়।

মাশহাদের এক বাসিন্দা টেলিফোনে বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘এটা ছিল ভয়ঙ্কর। প্রচুর আওয়াজ পাওয়া গেছে। সবকিছুই কেঁপে ওঠে।’

ইরান ভূমিকম্পের বড় ধরনের ঝুঁকিতে রয়েছে। এর আগেও বেশ কয়েকবার ভূমিকম্প আঘাত হেনেছে দেশটিতে। ২০০৩ সালে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের বাম শহরে ভয়াবহ ভূমিকম্পে অন্তত ৩১ হাজার মানুষের প্রাণহানি ঘটে।

 

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম /­০৪.৩৫ পিএম/০৫//২০১৭ইং)