• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৮:১৭ পূর্বাহ্ন

ইবির স্নাতক ভর্তি পরীক্ষার আবেদন ১০ সেপ্টেম্বর শুরু


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৭, ২০১৮, ৬:১৫ PM / ১২৪
ইবির স্নাতক ভর্তি পরীক্ষার আবেদন ১০ সেপ্টেম্বর শুরু

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তির আবেদন আগামী ১০ সেপ্টেম্বর থেকে শুরু হবে।আবেদন প্রক্রিয়া ১০ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত চলবে।

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত।

এ বছর ৪টি ইউনিটের অধীন মোট ৩৩টি বিভাগে মেধা তালিকা থেকে ২ হাজার ২৭৫ জন এবং কোটা থেকে ১৬১জন মোট ২ হাজার ৪৩৬ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে।

২০১৮-১৯ শিক্ষাবর্ষে (স্নাতক) ভর্তি পরীক্ষা ‘এ’ ইউনিটের অধীন ধর্মতত্ত্ব ও ইসলামিক স্টাডিজ অনুষদভূক্ত আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদভূক্ত আরবী ভাষা ও সাহিত্য বিভাগ এবং আইন ও শরীয়াহ অনুষদভুক্ত আল-ফিকহ্ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

‘বি’ ইউনিটের অধীন মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদভূক্ত অর্থনীতি বিভাগ, ইংরেজি বিভাগ, বাংলা বিভাগ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, লোক প্রশাসন বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ফোকলোর স্টাডিজ বিভাগ, ডেভেলপমেন্ট স্টাডিজ, সোসাল ওয়েলফেয়ার বিভাগ এবং আইন ও শরীয়াহ অনুষদভূক্ত আইন বিভাগ এবং আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

‘সি’ ইউনিটের অধীন ব্যবসায় প্রশাসন অনুষভূক্ত হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ, ব্যবস্থাপনা বিভা, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ, মার্কেটিং বিভাগ, হিউম্যান বিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ, টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ।

এবং ‘ডি’ ইউনিটে অধীন ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভূক্ত ইলেকট্রিক্যাল এন্ড ইলেট্রোনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগ, গনিত বিভাগ, পরিসংখ্যান বিভাগ, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড জিওগ্রাফি বিভাগ, ফার্মেসি বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ (ভারপ্রাপ্ত)।

‘এ’ ইউনিটের ফরম মূল্য ৭০০ টাকা, ‘বি’  ইউনিটের ১৩০০ টাকা, ‘সি’ ইউনিটের ৮০০ টাকা এবং ‘ডি’ ইউনিটের ১৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মোট ১২০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।  এমসিকিউ ৬০ নম্বর, লিখিত সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ২০ নম্বর এবং এসএসসি-এইচএসসিতে প্রাপ্ত জিপিএ এর ভিত্তিতে (২০+২০) ৪০ নম্বর।

আগামী ১৬ আক্টোবর থেকে ২৮ অক্টোবরের মধ্যে আবেদনকারীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.iu.ac.bd) তে পাওয়া যাবে।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৬:১৩পিএম/৭/৯/২০১৮ইং)