• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ০১:২১ অপরাহ্ন

ইবি’র ভাড়া করা গাড়ির কাগজপত্র নিরীক্ষায় ইবি ছাত্রলীগ


প্রকাশের সময় : জুলাই ২৩, ২০১৯, ১২:০৬ AM / ৩৪
ইবি’র ভাড়া করা গাড়ির কাগজপত্র নিরীক্ষায় ইবি ছাত্রলীগ

সাব্বির আহমেদ, ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের পরিবহনে নিয়োজিত ভাড়া করা বাসের কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করেছে ছাত্রলীগের নেতৃবৃন্দ।
জানা যায় সোমবার বিকাল চারটার দিকে সংগঠনের সভাপতি রবিউল ইসলাম পলাশ ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামের নেতৃত্বে তারা গাড়িগুলোর চালকদের লাইসে¯œ রুট পারমিট, ফিটনেস সার্টিফিকেট সহ অন্যান্য কাগজপত্র তদারকি করে। বিভিন্ন পর্যায়ের ছাত্রলীগ নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
এবিষয়ে ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ বলেন শিক্ষার্থীদের অভিযোগ ছিল চালকরা বেপরোয়া চালান। তাদের অভিযোগের প্রেক্ষিতে আমাদের অভিযান। যারা কাগজপত্র দেখাকে ব্যর্থ হবেন তাদের বিরুদ্ধে আমরা প্রশাসনের কাছে অভিযোগ করব।
সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বলেন বিশ্ববিদ্যালয়টি পরিবহন নির্ভর। শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের জন্য এই কর্মসূচী।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১২:০৭এএম/২৩/৭/২০১৯ইং)