• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৯:৪৬ অপরাহ্ন

ইবিতে “ভাইস চ্যান্সেলর’স গোল্ড মেডেল” অ্যাওয়ার্ড প্রবর্তন


প্রকাশের সময় : জুলাই ২৯, ২০১৯, ১০:২৯ PM / ৪৩
ইবিতে “ভাইস চ্যান্সেলর’স গোল্ড মেডেল” অ্যাওয়ার্ড প্রবর্তন

সাব্বির আহমেদ, ইবি প্রতিনিধি : দেশের মধ্যে বিশ্ববিদ্যালয় ভিত্তিক ইসলামী বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে উৎসাহিত করার লক্ষ্যে “ভাইস চ্যান্সেলর’র গোল্ড মেডেল” অ্যাওয়ার্ড প্রবর্তন করল। শিক্ষা ও গবেষনায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ এই বিশ্বিবিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে ২০১৯ সাল থেকেই এই অ্যাওর্য়াড প্রদান করা হবে। বিশ্ববিদ্যালয়ের ১১৪তম একাডেমিক কাউন্সিল সভায় এই সিদ্ধান্ত গ্রহন করা হয়। পরবর্তীতে ২৪৪তম সিন্ডিকেট সভায় সেটি অনুমোদিত হয়। সিদ্ধান্ত অনুযায়ী ইসলামী বিশ্ববিদ্যায়ের ৮টি অনুষদের ৮জন শিক্ষক, সকল অনুষদের মধ্য থেকে একজন শিক্ষক অথবা একটি গবেষণা টিম এবং একটি বিভাগ/ইনস্টিটিউটকে এই এ্যাওয়ার্ড প্র্রদান করা হবে। ইতোমধ্যে অংশগ্রহনের জন্য আবেদন পত্র আহবান করা হয়েছে। আগামী ২৮ আগস্টের মধ্যে বিশেষ নীতিমালা অনুযায়ী আবেদন জমা দেয়া যাবে।
এদিকে আজ সোমবার বেলা ১১টায় প্রশাসন ভবনের সভা কক্ষে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী (ড. রাশিদ আসকারী’র) সভাপতিত্বে “ভাইস চ্যান্সেলর’স গোল্ড মেডেল” অ্যাওয়ার্ড নীতিমালা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা, রেজিস্ট্রার (ভার:) এস এম আব্দুল লতিফ, বিভিন্ন অনুষদীয় ডিন এবং বিভাগীয় সভাপতিগণ। উল্লেখ্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে উৎসাহিত করার লক্ষ্যে “ভাইস চ্যান্সেলর’স গোল্ড মেডেল” অ্যাওয়ার্ড নিয়মিত প্রদান করা হবে।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১০:৩০পিএম/২৯/৭/২০১৯ইং)