• ঢাকা
  • শনিবার, ১৮ মে ২০২৪, ১১:২৪ অপরাহ্ন

ইতিহাসে বঙ্গবন্ধু সেরা, উত্তরসূরীরা নয় : মোমিন মেহেদী


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৩, ২০২০, ১:০২ PM / ৩৪
ইতিহাসে বঙ্গবন্ধু সেরা, উত্তরসূরীরা নয় : মোমিন মেহেদী

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ভাষা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ সহ সকল ইতিহাসে বঙ্গবন্ধু সেরা, উত্তরসূরীরা নয়। কেননা, তিনি ছিলেন মেধাদ্বীপ্ত রাজনীতিক, ছিলেন সমাজচিন্তক, ছিলেন দেশপ্রেমি। তাঁর দেশপ্রেমের কারণে সারা বিশ্বের মানুষ সহ¯্রকালধরে তাকে মনে রাখবে বলে আমি মনে করি। কিন্তু তাঁর উত্তরসূরীরা লুটতরাজ-জঙ্গী-জামায়াত-শিবিরকে পৃষ্টপোষকতা প্রদান সহ অহরহ দুর্নীতি করে যাওয়ায় অন্তত ইতিহাসে সুরাজনীতিক হিসেবে ঠাঁই পাবে না। হিটলার- চেঙ্গিসের মত হবে কারো কারো অবস্থান। যেমন খন্দকার মোস্তাকরা হারিয়ে গেছে।

২৩ ফেব্রুয়ারি রাজধানীর বিডব্লিউএস মিলনায়তনে ‘ দেশপ্রেমে মুজিব থেকে মোদি’ গ্রন্থের পাঠ আলোচনায় তিনি উপরোক্ত কথা বলেন। বরেণ্য লেখক কলামিস্ট অধ্যাপক শুভঙ্কর দেবনাথ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে প্রেসিডিয়াম মেম্বার কবি আলতাফ হোসেন রায়হান, সিনিয়র ভাইস চেয়ারম্যান শিক্ষাবিদ শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান নীরেন্দ্রনাথ ঠাকুর, মওলানা নূরে আলম সিদ্দিকী, সহ-সাংগঠনিক সম্পাদক হরিদাস সরকার, হুমায়ুন কবির প্রমুখ বক্তব্য রাখেন।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১:০২পিএম/২৩/২/২০২০ইং)