• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৭:০২ পূর্বাহ্ন

ইটিপি ছাড়াই চলছে শীর্ষস্থানীয় ভোজ্যতেল রিফাইনারি


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১১, ২০১৭, ৭:২৪ PM / ৩৭
ইটিপি ছাড়াই চলছে শীর্ষস্থানীয় ভোজ্যতেল রিফাইনারি

 

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : রিফাইনারিগুলোয় বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপনের নির্দেশনা সত্ত্বেও ইটিপি ছাড়াই চলছে সিটি গ্রুপ, টিকে গ্রুপ ও এমইবি গ্রুপের তিন রিফাইনারি।

শনিবার বণিক বার্তার ‘ইটিপি ছাড়াই চলছে শীর্ষস্থানীয় ভোজ্যতেল রিফাইনারি’ শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এতে বলা হয়েছে, চট্টগ্রাম বন্দরের পাশে পতেঙ্গা এলাকায় স্থাপিত বড় বড় রিফাইনারিগুলোর বর্জ্যে নদী ও সমুদ্রদূষণের ঘটনা ঘটছে। এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর ২০১৬ সালের জুনে তিন রিফাইনারিকে জরিমানাও করা হয়। পাশাপাশি একই বছরের ডিসেম্বরের মধ্যে ইটিপি স্থাপনের নির্দেশও দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনও ইটিপি স্থাপন করেনি প্রতিষ্ঠানগুলো।

বিশেষজ্ঞদের মতে, নিয়ম অনুযায়ী পরিশোধনের মাধ্যমে পরিবেশের জন্য সহনীয় মাত্রায় এনে কোনো কারখানা থেকে বর্জ্য নিঃসরণ করা যায়। কিন্তু শীর্ষস্থানীয় এ ভোজ্যতেল রিফাইনারিগুলো তা না করায় রাসায়নিক মিশ্রিত তরল বর্জ্য সরাসরি এসে কর্ণফুলীসহ আশপাশের জলাশয়গুলোয় মিশছে। এসব অপদ্রব্য দীর্ঘমেয়াদে জলজ বাস্তুসংস্থানের জন্য ক্ষতিকর।

ইটিপি স্থাপনের মাধ্যমে ভোজ্যতেলের অপদ্রব্য সরাসরি নদীতে নিঃসরণ রোধ করতে না পারলে কর্ণফুলী নদীর দূষণ আরো মারাত্মক পর্যায়ে পৌঁছবে বলেও অভিমত বিশেষজ্ঞদের। (বণিক বার্তা)

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৭:২২পিএম/১১/২/২০১৭ইং)