• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৭:১৫ অপরাহ্ন

ইউএফএস-পপুলার লাইফ ইউনিট ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৩, ২০১৭, ১২:৪৭ AM / ৪৭
ইউএফএস-পপুলার লাইফ ইউনিট ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : পুঁজিবাজারে তালিকাবহির্ভুত বে-মেয়াদি ইউএফএস-পপুলার লাইফ ইউনিট ফান্ড বিনিয়োগকারীদের ৮ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে। ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের জন্য ইউনিট হোল্ডারদের এ ডিভিডেন্ড ঘোষণা দেয়। ফান্ডটির অ্যাসেট ম্যানেজার সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ডিভিডেন্ড পেতে ইউনিট হোল্ডারদের ব্যাংক হিসাবের তথ্য ৫ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে হালনাগাদ করার জন্য বলা হয়েছে।

সূত্র জানায়, ৩১ ডিসেম্বর, ২০১৬ পর্যন্ত ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ০.৮০ টাকা। পাশাপাশি বাজারমূল্যে ইউনিট প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১২.৩৬ টাকা এবং ক্রয়মূল্যে এনএভি হয়েছে ১০.৯৭ টাকা। বর্তমানে ফান্ডটির আকার ৬৫ কোটি টাকা।

উল্লেখ্য, ফান্ডটির ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে দায়িত্ব পালন করছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ(আইসিবি)।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১২:৪৫এএম/৩/২/২০১৭ইং)