• ঢাকা
  • বুধবার, ১৫ মে ২০২৪, ০৫:৫১ অপরাহ্ন

ইংল্যান্ডই বেশি চাপে থাকবে : মাশরাফি


প্রকাশের সময় : মে ৩১, ২০১৭, ১০:২৩ PM / ১২১
ইংল্যান্ডই বেশি চাপে থাকবে : মাশরাফি

 

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি। এর আগে দুইবার নিজেদের মাঠেই ফাইনালে উঠেও শিরোপা জিততে ব্যর্থ ইংল্যান্ড। এবার দলটা আগের ওই দুবারের চেয়ে ভালো। তাই ১ জুন শুরু টুর্নামেন্টে ইংলিশদের উপর প্রত্যাশার চাপ অনেক। তার উপর গত দুই বছরে দুর্দান্ত ক্রিকেট খেলছে দলটি। অপরদিকে প্রথমবারের মতো নিজের যোগ্যতায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছে বাংলাদেশ। নিজেদের প্রমাণ করার চাপ থাকছেই টাইগারদের। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নিজেদের ওপর থাকা চাপের কথা মেনে নিচ্ছেন। তবে বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে টা্খইগারদের সাথে খেলতে নামার সময় স্বাগতিক ইংল্যান্ডই বেশি চাপে থাকবে বলে তার দাবি।
অনুশীলনে নামার আগে বুধবার লন্ডনের কেনিংটন ওভালে সংবাদ সম্মেলনে হাজির হলেন মাশরাফি। আইসিসির নিজস্ব ওয়েবসাইটে তা সরাসরি সম্প্রচার করা হয়। সেখানে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘আমি বলতে পারবো না কাল (বৃহস্পতিবার) ইংল্যান্ডকে হারাতে পারবো কিনা। তবে এটাও ঠিক আমাদের দিনে আমরা যে কোনো দলকে হারাতে পারি। কথা হচ্ছে, আমাদের ভালো শুরু করতে হবে। যদি ভালো শুরু পাই তাহলে সব সহজ হয়ে যাবে। আমরা চাপে থাকবো। তবে এটা কাটিয়ে ওঠার চেষ্টা করবো। অপরদিকে ইংল্যান্ডের দিকে তাকালে দেখবেন তারা আরও বেশি চাপে থাকবে। তারা ঘরের মাঠে ট্রফি জিততে চাইবে। দুই দলই চাপে থাকবে। তবে যারা কাটিয়ে উঠতে পারবে তারাই ভালো খেলবে।’
এবারের আসরে ফেবারিটের তকমাই পেয়েছে ইংল্যান্ড। সাম্প্রতিক সময়ে ফেবারিটের মতো খেলছেও তারা। মাত্রই বিশ্ব র‍্যাঙ্কিংয়ের এক নম্বর দল দক্ষিণ আফ্রিকাকে ২-১ এ সিরিজ হারিয়েছে। তার উপর নিজের মাঠে খেলার অভিজ্ঞতাটা বাড়তি প্রেরণা দেবে ইংলিশদের। মাশরাফিও মনে করছেন একই কথা। তবে নিজেদের দিনে যে কাউকে হারানোর ক্ষমতা রাখে বাংলাদেশ। সে ভাবনা থেকেই আশা করছেন জয়টা পেতে পারেন তারাও।
‘গত দুই বছরে ইংল্যান্ড যেমন ক্রিকেট খেলছে তাতে সবাই আশা করছে ইংল্যান্ড এবার ফেভারিট। সব ম্যাচেই ফেভারিটরা জিততে পারেনা, মাঝে মধ্যে হারেও।’ মাশরাফি বলছিলেন, ‘ইংল্যান্ডের ভালো অলরাউন্ডার আছে, ভালো ব্যাটসম্যান আছে, ভালো বোলারও আছে। পাশাপাশি তারা ঘরের মাঠে খেলছে। তারা জানে কোন মাঠে কতো করলে জিতবে, কিভাবে চেজ করতে হবে। তারপরও বলব ক্রিকেটে যে কোনো কিছু হতে পারে। তাই আপনি বলতে পারবেন না কে জিতবে।’
সবাই জানেন বৃহস্পতিবার ওভালেই চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। প্রায় ১১ বছর পর আবারও এ টুর্নামেন্টে খেলছে টাইগাররা। তবে এবারই প্রথম এই আসরের মূল পর্বে খেলছে টিম বাংলাদেশ। দেখা যাক ইংল্যান্ডের সাথে তাদের অভিজ্ঞতাটা কেমন হয়। প্রস্তুতি ম্যাচে হারের চাপ কাটিয়ে উঠে প্রবল গর্জনে মাশরাফিরা আরেকবার বিশ্ব কাঁপাতে পারেন কি না।
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১০:২০পিএম/৩১/৫/২০১৭ইং)