• ঢাকা
  • রবিবার, ০৫ মে ২০২৪, ০৮:১১ পূর্বাহ্ন

আহ্ চকবাজার


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২১, ২০১৯, ১:৪৯ PM / ৩০
আহ্ চকবাজার

রফিক সুলায়মান : ২০১০ সালের জুনে পুরানো ঢাকার নিমতলীতে রাসায়নিকের কারখানায় আগুন ধরে ১২৪ জন নিহত হয়েছিলেন। একই সূত্র ধরে এবার চকবাজারে আবার সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। আমরা প্রায় নয় বছর ভুলে ছিলাম সেই পোড়া দাগ। ভুলে যাই আমরা সহজে। আত্মবিস্মৃত জাতি আমরা। আজ থেকে বড়জোড় সপ্তাহ খানেক সবখানে সব কোণে আমাদের শোক ও অশ্রুতে ভার হবে আকাশ বাতাস। অনেক তদন্ত হবে, আইন হবে, বিচারের কাঠগড়া সাজানো হবে। প্লাস্টিক বর্জ্য ব্যবহারের ভয়াবহতা নিয়ে লেখালেখি ও টক শো হবে। জ্ঞানের আলোকশিখা জ্বালাতে মরিয়া হবে এনজিওগুলো। এরপর আগুন নিভে যাবে চকবাজারের। ভুলে যাবো আমরা সবাই সব কিছু। সব কিছুই চলতে শুরু করবে আবার সেই আগের মতো।

মাঝখানে রানা প্লাজা ট্রাজেডিও এসেছিলো। এখন এই নামে সিনেমা হয়েছে। রদ্দি মার্কা সিনেমা। কেউ ভুলেও রানা প্লাজা নিয়ে কোন কথা বলে না।

আবার হয়তো পরের নতুন কোন ভয়াবহ আগুন মনে করিয়ে দিবে আমাদের আজকের ইতিহাস। আসুন আমরা সবাই কষ্ট করে একটা সপ্তাহ পার করি। তারপরই সব ঠিক হয়ে যাবে নিশ্চিত করে বলছি! আল্লাহ আমাদের সবাইকে যেন একটা সপ্তাহ ধৈর্য্য ধারণ করার আশীর্বাদে পুষ্ট করেন !

 

 

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১:৫৩পিএম/২১/২/২০১৯ইং)