• ঢাকা
  • সোমবার, ১৭ Jun ২০২৪, ০৬:৩৮ অপরাহ্ন

আশুলিয়ায় বাসচাপায় সাবেক সেনা সদস্য নিহত


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৯, ২০১৯, ৩:৫৬ PM / ৩৮
আশুলিয়ায় বাসচাপায় সাবেক সেনা সদস্য নিহত

ঢাকারনিউজ২৪.কম, সাভার : ঢাকার আশুলিয়ায় যাত্রীবাহী বাসচাপায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র এক ওয়ারেন্ট অফিসার নিহত হয়েছেন।

ঢাকার আশুলিয়ায় যাত্রীবাহী বাসচাপায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র এক ওয়ারেন্ট অফিসার নিহত হয়েছেন।

শনিবার(৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলী আশরাফ আলী (৬৮) বরিশাল জেলার মুলাদী থানার বালিবন্ধন গ্রামের মৃত আলী সিকদারের ছেলে।

তিনি পরিবার নিয়ে আশুলিয়ার কুঁরগাও এলাকায় বসবাস করতেন। ১৯৯৭ সালে নবম পদাতিক ডিভিশনের আর্টিলারি কোর থেকে সিনিয়র ওয়ারেন্ট অফিসার পদে অবসর গ্রহণ করেন আশরাফ আলী।

নিহতের ছেলে খোকন মিয়া জানান, সকালে তার বাবা মিরপুর মেয়ের বাসা থেকে নবীনগরের কুরগাঁওয়ের বাড়িতে ফেরার সময় নবীনগর বাসস্ট্যান্ডে নামলে পেছন থেকে একটি বাস তাকে চাপা দেয়।

এ ঘটনায় আশুলিয়া থানায় পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জামিনুর রহমান জানান, সকালে নবীনগর বাসস্ট্যান্ডে গাবতলী থেকে ছেড়ে আসা ঝিনাইদহগামী এসবি সুপার ডিলাক্স পরিবহনের একটি বাস আশরাফ আলীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বাসটি জব্দ করা হলেও এর চালক ও তার সহকারী পালিয়ে গেছে বলে জানান তিনি।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৩:৫৫পিএম/৯/২/২০১৯ইং)