• ঢাকা
  • সোমবার, ১৭ Jun ২০২৪, ০৮:৩২ অপরাহ্ন

আলীকদমে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ আটক ২


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১০, ২০১৯, ১২:৪১ AM / ৩০
আলীকদমে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ আটক ২

জয়দেব রানা, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি : আলীকদম বাজার সংলগ্ন মার্মা পাড়ায় শনিবার বিকাল ৫.৫০ মিনিটের দিকে অভিযান চালিয়ে ১২০টি ইয়াবা ট্যাবলেটসহ দুই জনকে আটক করেছে আলীকদম যৌথ বাহিনী।

পুলিশ জানায়,আলীকদম বাজার মার্মা পাড়াস্থ চথোইপ্রু মার্মা প্রকাশ বাবলীর বাড়ীতে ইয়াবা ট্যাবলেট বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে চথোইপ্রু মার্মা বাবলীর বাড়ীতে অবস্থানরত হাবিব উল্লাহ্ হাসান জিসান ও ক্যশিমং মার্মা এর দেহ তল্লাশি করে ৭০ টি ও চথোইপ্রু মার্মা বাবলীর খাটের নিচ থেকে ৫০ টি মোট ১২০ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে চথোইপ্রু মার্মা বাবলী ও তার সহধর্মিণী পালিয়ে যায় বলে জানান পুলিশ।

আটককৃতরা হলেন ফরিদ চেয়ারম্যান পাড়ার বাসিন্দা হাবিব উল্লাহ্ হাসান জিসান, বাজার মার্মা পাড়ার বাসিন্দা ক্যশিমং মার্মা।

আলীকদম থানার অফিসার ইনচার্জ রফিক উল্লাহ্ ইয়াবাসহ আটকের সত্যতা নিশ্চিত করে বলেন পলায়ন ও আটককৃতসহ মোট ৪ জনের জনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। পলায়নকৃত আসামীদের দ্রুত গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশী অভিযান অব্যহত রয়েছে বলে জানান।
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১২:৪২এএম/১০/২/২০১৯ইং)