• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৪:০০ পূর্বাহ্ন

আফগানিস্থান থেকে সেনা প্রত্যাহার করবেন ট্রাম্প


প্রকাশের সময় : ডিসেম্বর ২১, ২০১৮, ১:৫৫ PM / ৩১
আফগানিস্থান থেকে সেনা প্রত্যাহার করবেন ট্রাম্প

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : সিরিয়ার পর এবার আফগানিস্থান থেকে সেনা প্রত্যাহারে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন মার্কিন প্রোসডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানায়, আগামী গ্রীষ্মেই আফগানিস্থানে থাকা মোট ১৪ হাজার মার্কিন সেনার অর্ধেক প্রত্যাহার করা হতে পারে। তবে এ ব্যাপারে পেন্টাগনের কোন মন্তব্য পাওয়া যায় নি। জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র গ্যারেট মারকুইস বলেছেন, ‘ভবিষ্যত কৌশলগত বিষয়’ নিয়ে হোয়াইট হাউস কথা বলবে না।

২০০১ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের নির্দেশে আফগানিস্তানে মার্কিন অভিযান শুরু হয়। আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ অভিযান শেষ হয় ২০১৪ সালে। তবে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী এখনও আফগান সেনাদের প্রশিক্ষণ সহ বিভিন্ন সহায়তা দিয়ে যাচ্ছে। এছাড়া তালেবানের বিরুদ্ধে নিয়মিত বিমান হামলায়ও অংশ নিচ্ছে তারা।

কম সেনা নিয়ে আফগানিস্থানে মার্কিন মিশন কীভাবে পরিচালনা করা হবে এটি নিশ্চিত নয়। সাম্প্রতিক সময়ে আফগানিস্থানে সহিংসতার মাত্রা বেড়েছে। দেশটিতে তালেবান এখন আগের যেকোন সময়ের চেয়ে শক্তিশালী। সহিংসতায় বেসামরিক লোকজনের মৃত্যুও ব্যাপকভাবে বেড়েছে। সম্প্রতি শান্তি প্রক্রিয়া নিয়ে তালেবানের সাথে আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র। তবে আলোচনায় মার্কিন তরফে যুদ্ধবিরতির প্রস্তাব থাকলেও তা নাকচ করে তালেবানরা সেনা প্রত্যাহারের ওপরই বেশি জোর দিচ্ছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

এদিকে আফগানিস্থান থেকে সেনা প্রত্যাহারে সিদ্ধান্তকে মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে বর্ণনা করেছেন সিনেটর লিন্ডসে গ্রাহাম। এর ফলে আর একটি নাইন ইলেভেন হতে পারে বলে সর্তক করেন তিনি।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১:৫৬পিএম/২১/১২/২০১৮ইং)