• ঢাকা
  • রবিবার, ১২ মে ২০২৪, ০৬:৩১ অপরাহ্ন

আদম বেপারীর খপ্পরে পরে নিঃস্ব বাগেরহাটের ৩ যুবক


প্রকাশের সময় : জুলাই ১৭, ২০১৮, ৭:৫২ PM / ৩৩
আদম বেপারীর খপ্পরে পরে নিঃস্ব বাগেরহাটের ৩ যুবক

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : কর্মর্সস্থানের জন্য সৌদি আরবের উদ্দেশে পা বাড়িয়ে প্রতারিত হয়েছেন বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা সদরের ৩ যুবক। তারা খুইয়েছেন ১৯লাখ ৬০ হাজার টাকা। প্রায় ১ বছর সময়। জেলখাটা, শারীরিক ও মানষিক নির্যাতন ছিল নৈমিত্তিক ভাগ্যলেখা। প্রতারিত এই যুবকরা হচ্ছেন, উত্তরসুতালড়ী গ্রামের শিলন তালুকদার(৪০), বারইখালী গ্রামের ওয়াসিম ফকির(৩৫) ও জিয়ানগর উপজেলার কলারন গ্রামের শামীম সুন্সি(৩৫)। নিজের জমানো পুজি, স্বজনদের নিকট থেকে ধার ও সুদে টাকা সংগ্রহ করে এরা জমা দিয়েছেন ৫ লাখ থেকে ৭ লাখ ৬০ হাজার টাকা পর্যন্ত। সমুদয় টাকা চলে গেছে প্রতারকের পকেটে অথচ মিললনা চাকুরি। সর্বস্ব হারিয়ে দেশে ফিরেছেন মিলন ও ওয়াসিম। ৫ লাখ টাকা দিয়ে মোটা বেতনে বিমানে ওঠার স্বপ্ন দেখছিলেন শামীম। এরই মধ্যে দেখলেন প্রতারিত হয়ে ফিরেছেন তার দুই বন্ধু। স্বপ্ন ভেঙ্গে চৌচির সবার। দায়গ্রস্থ তাদের পরিবারগুলোও এখন চরম হতাশায়। এ অবস্থায় সেই আদম ব্যবসায়ী ‘প্রতারক’ শেখপাড়া গ্রামের হারুনর রশিদ হাওলাদারের ছেলে সৌদি অবস্থানরত শহিদ হাওলাদার(৫০) যোগাযোগ বন্ধ করে দিয়েছেন শিলন, ওয়াসিম ও শামীমের সাথে। লাখ লাখ টাকা লেনদেন করে যেন তারা খেলেছেন পুতুল খেলা।
প্রতারিত ওই ৩ যুবক এ বিষয়ে প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে তাদের অভিযোগ তুলে ধরেন। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন সৌদি ফেরত প্রতারিত যুবক মিলন। সৌদি ফেরত ওয়াসিম ও সৌদি যাবার অপেক্ষায় থাকা ওয়ালিউর রহমান শামীম মুন্সির পক্ষে তার ভাবী নাসিমা শাহীন উপস্থিত ছিলেন।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৭:৪৮পিএম/১৭/৭/২০১৮ইং)