• ঢাকা
  • সোমবার, ১৭ Jun ২০২৪, ১১:৪৫ অপরাহ্ন

আত্রাইয়ের ১৫৮তম রবীন্দ্র জন্মোৎসব পালিত


প্রকাশের সময় : মে ৮, ২০১৯, ১:৩২ PM / ২০
আত্রাইয়ের ১৫৮তম রবীন্দ্র জন্মোৎসব পালিত

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : “মানবিক বিশ্ব বিনির্মাণে রবীন্দ্রনাথ” এর প্রতিপাদ্যে নওগাঁর আত্রাইয়ের পতিসরে রবিন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১০ টায় জাতীয় সংগীত ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ৩১১ সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ও সমাজ কল্যান মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আরমা দত্ত।

আত্রাইয়ে পতিসর কাচারি বাড়ী দেবেন্দ্র মঞ্চে জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জন্মবার্ষিকী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ ইসরাফিল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও নওগাঁ সদর আসনের সাবেক সাংসদ মোঃ আব্দুল মালেক, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক প্রফেসর শামসুজ্জামান খান, নওগাঁর পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন প্রমূখ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ছানাউল ইসলাম, আত্রাই উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান এবাদ, কোলকাতা যাদবপুর বিশ্ব বিদ্যালয়ের সাবেক অধ্যাপক মলয় চন্দন মুখোপাধ্যায়, রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের সহযোগী আধ্যাপক ড.মোঃ আলমগীর,রবীন্দ্র সংগ্রাহক মতিউর রহমান মামুন প্রমুখ।
(ঢাকারনিউজ২৪.কম/কেএস/০১:৩২পিএম/৮/৫/২০১৯ইং)