• ঢাকা
  • বুধবার, ১৫ মে ২০২৪, ০১:৪১ পূর্বাহ্ন

আজ রোজী আফসারীর মৃত্যুবার্ষিকী


প্রকাশের সময় : মার্চ ৯, ২০১৮, ২:৫০ PM / ৫৩
আজ রোজী আফসারীর মৃত্যুবার্ষিকী

 

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা ‌: ঢালিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রোজী আফসারীর আজ শুক্রবার ১১তম মৃত্যুবার্ষিকী। তারা প্রকৃত নাম শামীমা আক্তার রোজী।

রোজী আফসারী ১৯৪৯ সালের ২৩ এপ্রিল লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহন করেন। তিনি ১৯৬৪ সালে অভিনয় শুরু করেন।

বাংলাদেশী সিনেমার ‘সুবর্ণ যুগ’ খ্যাত সময়ে তিনি জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। ৪ দশকের অভিনয় জীবনে রোজি প্রায় ৩৫০টি চলচ্চিত্রে অভিনয় করেন। এর মধ্যে পাকিস্তানের ‘জাগে হুয়া সাবেরা’, ‘পুনম কি রাত’সহ প্রায় ২৫টি উর্দু ছবি রয়েছে। ১৯৬২ সালে আব্দুল জব্বার খান পরিচালিত জোয়ার এলো দিয়ে শুরু। তবে প্রথম খ্যাতি অর্জন করেন নারায়ণ ঘোষ মিতা পরিচালিত আলোর মিছিল চলচ্চিত্রে অভিনয় করে।

তার শ্রেষ্ঠ চলচ্চিত্রগুলোর মধ্যে আছে সূর্য গ্রহন, সূর্য সংগ্রাম, জীবন থেকে নেয়া, তিতাস একটি নদীর নাম। তার অভিনয় ব্যাপক দর্শক নন্দিত হয়। তার অনন্য উপস্থিতি প্রায়ই ছায়াছবির প্রধান আগ্রহের বিষয় ছিল।

তার অন্যান্য জনপ্রিয় চলচ্চিত্রের মধ্যে রয়েছে, ওরা ১১ জন, লাঠিয়াল, এতটুকু আশা, নীল আকাশের নীচে, অশিক্ষিত, প্রতিকার ইত্যাদি।

তার সর্বশেষ অভিনীত ছবি ‘পরম প্রিয়’ ২০০৫ সালে মুক্তি পেয়েছিল। ২০০৭ সালের আজকের দিনে তিনি রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

 

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/২:৪৫পিএম/৯/৩/২০১৮ইং)