• ঢাকা
  • রবিবার, ০৫ মে ২০২৪, ০৮:৪৪ পূর্বাহ্ন

আজ বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার জন্মদিন


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৩, ২০১৮, ৯:৫০ AM / ৫৭
আজ বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার জন্মদিন

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : আজ ১৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার ৬৩তম জন্মদিন। ১৯৫৫ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিনি জন্মগ্রহণ করেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল বিপথগামী সেনাসদস্যের হাতে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সবাই নিহত হলেও বেলজিয়ামে থাকায় বেঁচে যান দুই বোন শেখ হাসিনা ও শেখ রেহানা। পরবর্তী প্রতিকূল পরিবেশে দেশে ফিরতে না পেরে দীর্ঘদিন দুই বোন ভারতে থাকতে বাধ্য হন। পরে লন্ডনে গিয়ে সেখানে স্থায়ী হন শেখ রেহানা। তার তিন ছেলেমেয়ের মধ্যে বড় টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের লেবার পার্টি থেকে দেশটির পার্লামেন্টের টানা দু’বারের নির্বাচিত সদস্য। ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ঢাকায় একটি আন্তর্জাতিক সংস্থায় কর্মরত। ছোট মেয়ে আজমিনা সিদ্দিক লন্ডনে কন্ট্রোল রিস্কস নামের একটি প্রতিষ্ঠানের গ্লোবাল রিস্ক অ্যানালাইসিস সম্পাদক।

বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার জন্মদিনে ঢাকারনিউজ২৪.কম পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন….।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৯:৫০এএম/১৩/৯/২০১৮ইং)