• ঢাকা
  • বুধবার, ২২ মে ২০২৪, ০৪:২৩ পূর্বাহ্ন

আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৮, ২০২২, ৬:১৪ AM / ৩৬
আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন

ডেস্ক রিপোর্ট : আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্ম দিন। তিনি বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা।

শেখ হাসিনার রাজনৈতিক জীবন প্রায় চার দশকেরও বেশি সময়ব্যাপী বিস্তৃত। তিনি ১৯৮৬ থেকে ১৯৯০ ও ১৯৯১-১৯৯৫ পর্যন্ত বিরোধী দলের নেতা এবং ১৯৯৬-২০০১ পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে তার পিতার গড়ে যাওয়া দল আওয়ামী লীগ ২১ বছর পরে ক্ষমতায় ফিরে আসে। ১৯৮১ সাল থেকে তিনি আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। ২০০৮ সালে জনগণের বিপুল ভোটে জয়ী হয়ে তিনি দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসেন। ২০১৪ সালের জানুয়ারিতে একটি বিরোধীদলবিহীন নির্বাচনে তিনি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন। নির্বাচনটি বিরোধী দল কর্তৃক বর্জিত এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দ্বারা সমালোচিত হয়েছিল। ২০১৮ সালের ডিসেম্বরে তিনি নির্বাচনে বিজয় লাভ করে চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী হন। তবে এই নির্বাচন নিয়ে কিছু সমালোচনাও রয়েছে। আওয়ামী লীগ এই সমালোচনার জবাব দিয়ে যাচ্ছে। তিনি বাংলাদেশের একাদশ জাতীয় সংসদের সরকারদলীয় প্রধান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী। তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী। শাসনকার্য পরিচালনায় তার দক্ষতার পরিচয় রয়েছে। শত প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশের আইকন তুল্য পদ্মা সেতু নির্মাণ সে কথাই জানান দেয়। দেশের স্বার্থে আরো অনেক মেগা প্রকল্প তার সরকার বাস্তবায়ন করছে। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় বিরোধী দল যেমন থাকবে তেমনি থাকবে সমালোচনাও। তিনি দৃঢ়ভাবে সমালোচনার জবাব দিয়ে তার কাজে অটল রয়েছেন এবং পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজে নিয়োজিত রয়েছেন।

ঢাকারনিউজ এর পক্ষ থেকে জন্মদিনে প্রধানমন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা।