• ঢাকা
  • সোমবার, ১৩ মে ২০২৪, ০৯:০৭ পূর্বাহ্ন

আগামী সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে দলীয় প্রার্থী হিসেবে আলহাজ্ব শফিকুল ইসলাম সেন্টু


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৫, ২০১৮, ২:০০ AM / ১১৭
আগামী সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে দলীয় প্রার্থী হিসেবে আলহাজ্ব শফিকুল ইসলাম সেন্টু

নিউজডেস্কঃ   ২ সেপ্টেম্বর  রোববার ঢাকার-১৩ আসনের মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টারে মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানা জাতীয় পার্টির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি বলেছেন, “প্রমাণ হয়ে যাবে আগামী নির্বাচনে জাতীয় পার্টি আসলে কতটা বড় ফ্যাক্টর।”

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ কয়েকদিন আগে দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে বলেছিলেন, “চেষ্টা করলে ক্ষমতায় যেতে পারবে জাতীয় পার্টি। সে অবস্থা সৃষ্টি হয়েছে।”

রোববার তিনি বলেছিলেন, বিএনপি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিলে জাতীয় পার্টি ‘এককভাবে’ নির্বাচন করার প্রস্তুতি নিতে শুরু করে দেবে।

ওই কথারই রেশ ধরে জাতীয় পার্টির মহাসচিব বলেন, “আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ক্ষমতার অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে থাকবে। আর এ কারণেই প্রতিদিন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা জাতীয় পার্টির পতাকাতলে সমবেত হচ্ছে।

“এতে এটা প্রমাণিত হয়েছে যে,জাতীয় পার্টিকে ছাড়া কেউই সরকার গঠন করতে পারবে না।”

অনুষ্ঠানে এ বি এম রুহুল আমিন হাওলাদার  আগামী সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে দলীয় প্রার্থী হিসেবে আলহাজ্ব শফিকুল ইসলাম সেন্টুর নাম ঘোষণা করেন।

40584176_1538308639647252_2997545473599864832_nআগামী ৮ সেপ্টেম্বর ঢাকায় হবে জাতীয় পার্টির জাতীয় কাউন্সিল। সেখানে এরশাদের নেতৃত্বাধীন  ইউনাইটেড ন্যাশনাল অ্যালায়েন্স অন্তর্ভুক্ত জাতীয় ইসলামী মহাজোট, বাংলাদেশ জাতীয় জোট, ইসলামিক ফ্রন্ট, বাংলাদেশ জাতীয় জোট, খেলাফত মজলিস যোগ দেওয়ার কথা রয়েছে।এই কাউন্সিল অধিবেশনের পরই আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যাবে জাতীয় পার্টির নির্বাচনী কার্যক্রম।

মোহাম্মদপুর থানা জাতীয় পার্টির সভাপতি এ এন এম রফিকুল আলম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন দলের  সভাপতিমণ্ডলীর সদস্য ও শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, এসএম ফয়সল চিশতী।

(ঢাকারনিউজ২৪.কম/ইবি/০১:৫৫পএএম/৫/৯/২০১৮ইং)