• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৪:০৯ পূর্বাহ্ন

আইএসের খলিফা বাগদাদি নিহত : রয়টার্স


প্রকাশের সময় : জুলাই ১১, ২০১৭, ৮:১৪ PM / ৮১
আইএসের খলিফা বাগদাদি নিহত : রয়টার্স

 

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : জঙ্গি সংগঠন আইএসের স্বঘোষিত খলিফা বাগদাদি নিহত হয়েছে। পর্যবেক্ষক সংস্থা সিরিয়া অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে। মঙ্গলবার বার্তা সংস্থাটি এক প্রতিবেদনে জানায়, খবরটি নিয়ে ধোঁয়াশা থাকলেও এটাই সত্যি। প্রথমদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল সিরিয়ার রাক্কায় বিমান হামলায় সম্ভবত আইএসের নেতা প্রাণ হারিয়েছেন। কিন্তু সে সময় ওয়াশিংটন জানায়, খবরটি নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তাছাড়া ইরাক ও পশ্চিমা সুত্রগুলো খবরটি নিশ্চিত করতে পারেনি।
বার্তা সংস্থা রয়টার্স নিজেও অবশ্য স্বাধীনভাবে বাগদাদির মৃত্যুর খবরটি যাচাই করতে পারেনি। ২০১৪ সালে ইরাকের মসুল শহর দখলের পর এক মসজিদে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তুলে নিজেকে তার খলিফা ঘোষণা করেন আবু বকর আল বাগদাদি।
আবু বকর আল-বাগদাদীর আসল নাম ইব্রাহিম আওয়াদ ইব্রাহিম আলী আল-বদরী আল-সামারাই। যদিও জঙ্গি সংগঠনের স্বঘোষিত খলিফা হিসেবে সবাই তাকে বাগদাদী নামেই চেনে। এর আগে তিনি ড. ইব্রাহিম ও আবু দুইয়া নামেও পরিচিত ছিলেন।
বাগদাদী ২০১৩ সালের ৮ই এপ্রিল প্রথম ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড লেভান্ত গঠনের ঘোষণা দেন। যা ইসলামিক স্টেট অব ইরাক ওরফে আল-কায়েদা ইন ইরাক বা একিউআই জঙ্গিগোষ্ঠীর উত্তরসূরী আল-কায়েদার ইরাকের একটি শাখা সংগঠন।
জঙ্গি কর্মকাণ্ডের জন্য অবশ্য আগে থেকেই কুখ্যাত ছিলেন বাগদাদী। ২০১১ সালের ৪ই অক্টোবর যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট তাকে আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে ঘোষণা করে কালো তালিকাভুক্ত করে। জীবিত কিংবা মৃত ধরতে পারলে কিংবা তথ্য দিয়ে সাহায্য করলে ১০ মিলিয়ন মার্কিন ডলারও পুরস্কার ঘোষণা করে ওয়াশিংটন।
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৮:১৫পিএম/১১/৭/২০১৭ইং)