• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৩:৪২ অপরাহ্ন

অাশুরাকে কেন্দ্র করে কোনো হুমকি নেই : ডিএমপি কমিশনার


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০১৮, ২:২৯ PM / ৪০
অাশুরাকে কেন্দ্র করে কোনো হুমকি নেই : ডিএমপি কমিশনার

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : অাশুরায় হোসেনি দালানের অনুষ্ঠানকে কেন্দ্র করে এবারে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার অাছাদুজ্জামান মিয়া।

১৮ সেপ্টেম্বর(মঙ্গলবার) বেলা ১১টায় রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালানে নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএমপি কমিশনার।

অাছাদুজ্জামান মিয়া বলেন, ‘অাশুরার অনুষ্ঠানকে কেন্দ্র করে কোনো হুমকি নেই। এরপরেও কাউন্টার টেরোরিজম ইউনিট, সোয়াত বোম্ব ডিসপোজাল ইউনিট, ক্রাইম সিনসহ পুলিশের পোশাকে ও সাদা পোশাকে নিরাপত্তা রক্ষার কাজ করবে। কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

আশুরার মিছিলকে ঘিরে রাস্তায় হকার বা মেলা বসতে পারবে না জানিয়ে কমিশনার বলেন, ‘ব্যাগ, ছুরি, ধাতব পদার্থ ও তরবারি কেউ নিতে পারবে না। পাঞ্জা মেলানোর সময় শক্তি প্রদর্শনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা হয়ে থাকে। সেই শক্তি প্রদর্শন এবার নিষিদ্ধ করা হয়েছে। ইমাম বাড়ায় মিছিলের আগের রাতে মিলিত হওয়ার সময় অনেকে আগে দৌড়ে প্রবেশ করত। এবার সেটি পারবে না। প্রত্যেককে আর্চওয়ের মধ্য দিয়ে প্রবেশ করতে হবে।’

তাজিয়া মিছিলে যে নিশান ব্যবহার করা হবে তা যেন ১২ ফুটের বেশি বড় না হয় সেজন্য বলা হয়েছে। বেশি হলে রাস্তায় ইউটিলিটি সার্ভিসের তারগুলো নষ্টের আশঙ্কা থাকে জানিয়ে আছাদুজ্জামান বলেন, ‘ঢাক ঢোল, বাদ্যযন্ত্র, উচ্চ শব্দে সাউন্ডবক্স বাজানো যাবে না। মিছিলে ছুরি, কাচি, লাঠি ইত্যাদি কোনো কিছু ব্যবহার করা যাবে না। মিছিলে মাঝপথে কেউ প্রবেশ করতে পারবে না। আশুরা উপলক্ষে আতশবাজি নিষিদ্ধ করা হয়েছে। পুরো মিছিলের দুই দিকে পুলিশ বেস্টনি দেওয়া থাকবে। নাশকতা এড়াতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এমনকি যেসব রুটে মিছিল যাবে, ওই সব রুটের রুফটপের নিরাপত্তাও নিশ্চিত করা হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন কাউন্টার টেরোরিজম প্রধান অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম, কৃঞ্চপদ রায়, যুগ্ম কমিশনার শেখ নাজমুল আলম, মফিজ উদ্দিন আহমেদ, উপ-কমিশনার (সিটি) প্রলয় কুমার জোয়ার্দার, উপ-কমিশনার মাসুদুর রহমান, রেজাউল করিম, ওবায়দুর রহমান প্রমুখ।

প্রসঙ্গত, আগামী ২১ সেপ্টেম্বর আশুরা উপলক্ষে হোসেনি দালানসহ রাজধানীর বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল শুরু হয়ে ধানমন্ডি লেকে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

(ঢাকারনিউজ২৪.কম/কেএস/২:৩০পিএম/১৮/৯/২০১৮ইং)