• ঢাকা
  • শনিবার, ১৮ মে ২০২৪, ০২:২২ অপরাহ্ন

অর্ধবার্ষিকে মুনাফা বেড়েছে শিপিং করপোরেশনের


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২০, ২০১৭, ২:২৫ PM / ৩২
অর্ধবার্ষিকে মুনাফা বেড়েছে শিপিং করপোরেশনের

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির মুনাফা বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, দ্বিতীয় প্রান্তিকে (জুলাই থেকে ডিসেম্বর ১৬) ৬ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ টাকা ৮৮ পয়সা। যা এর আগের বছর একই সময়ে ছিল ৫ টাকা ৪৫ পয়সা।

এ ছাড়া আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৬১১ টাকা এবং শেয়ার প্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২৭ টাকা ৪৭ পয়সা।

এদিকে দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর থেকে ডিসেম্বর) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৭২ পয়সা। যা এর আগের বছর একই সময়ে ছিল ২ টাকা ৫৩ পয়সা।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/২:২২পিএম/২০/২/২০১৭ইং)