• ঢাকা
  • শনিবার, ০৪ মে ২০২৪, ০৬:৫৬ পূর্বাহ্ন

অনুশীলন করতে করতেই মৃত্যু!


প্রকাশের সময় : এপ্রিল ২৮, ২০১৭, ৮:৪৬ AM / ৪৪
অনুশীলন করতে করতেই মৃত্যু!

ঢাকারনিউজ২৪.কম:

অনুশীলন করতে করতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন গ্যাবন জাতীয় দলের প্রাক্তন ফুটবলার মসি আপাঙ্গা। ৩৫ বছর বয়সি এই ডিফেন্ডার খেলতেন গ্যাবনের লিব্রেভিল এসি-তে। গত বুধবার ক্লাবের হয়ে অনুশীলন করতে গিয়েই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

মসির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে বিশ্ব ফুটবলে। গ্যাবন ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এক শোকবার্তায় বলা হয়েছে, দেশ এক জন বীর সন্তানকে হারাল।

১৯৮২ সালের ৪ ফেব্রুয়ারি আইভরি কোস্টে জন্ম হয় মসির। কিন্তু ফরাসি কোচ অ্যালেন গিরসে তাঁকে নিয়ে আসেন গ্যাবনে। ২০০৭ থেকে টানা পাঁচ বছর জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি। মসির প্রাক্তন সতীর্থ ও সান্ডারল্যান্ডের মিডফিল্ডার দিদিয়ে এনদং মিডলব্রোর বিরুদ্ধে ম্যাচের আগে সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে লিখেছেন, এই ম্যাচটার প্রত্যেকটা মিনিটেই তোমার কথা মনে পড়বে। শান্তিতে ঘুমোও বড় ভাই।

 

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম ০৮.৪৫এএম/২৮//২০১৭ইং)