ঢাকারনিউজ : ভারতের বিপক্ষে শ্রীলঙ্কা সবশেষ ওয়ানডে সিরিজ জিতেছিল ১৯৯৭ সালে। দুনিথ ওয়েল্লাগের জন্মের প্রায় ছয় বছর আগে। ২৭ বছর পর ওয়েল্লাগের হাত ধরেই ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে শ্রীলঙ্কা।
ঘরের মাঠে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে শ্রীলঙ্কা। ভারতের বিপক্ষে লঙ্কানদের তৃতীয় ওয়ানডে সিরিজ জয়। দুদলের ২১তম দ্বিপাক্ষিক সিরিজ এটি। ১৯৯৩ ও ১৯৯৭ সিরিজ জেতে দেশটি। ভারতের জয় ১৫টিতে, আর ড্র হয়েছে তিনবার।
প্রথম ম্যাচ টাই হওয়ার পর দ্বিতীয় ম্যাচে নাটকীয় জয় পায় শ্রীলঙ্কা। তৃতীয়টিতে ভারতকে ১১০ রানে হারিয়ে সিরিজ নিজেদের করে নেয় চারিথ আশালাঙ্কার দল।
টসে জিতে আগে ব্যাটে নেমে শুরুটা ভালো হলেও পরে ধস নামে লঙ্কানদের। ৩৫.৩ ওভারে ১৭১ রানে দ্বিতীয় উইকেট পতনের পর ৭ উইকেটে ২৪৮ রানে থামে লঙ্কাবাহিনী। আসিথা ফের্নান্দো ১০২ বলে ৯৬ রান করেন। কুশল মেন্ডিস ৮২ বলে ৫৯ এবং পাথুম নিশাঙ্কা ৬৫ বলে ৪৫ রান করেন। ভারতের রিয়ান পরাগ ৩ উইকেট নেন।
লক্ষ্য তাড়ায় নেমে ওয়েল্লাগে তোপে ধস নামে ভারতের। ১৩৮ রানে গুটিয়ে যায় রোহিত শর্মার দল। ওয়েল্লাগে ৫.১ ওভার বল করে ২৭ রান খরচায় ৫ উইকেট নেন। সিরিজ সেরাও হন বাঁহাতি স্পিনার।
বাকীদের মধ্যে মাহেশ থিকসানা ও জেফরি ভেন্ডারসে দুটি করে উইকেট নেন। ভারতীয় ব্যাটারদের মধ্যে রোহিত ২০ বলে ৩৫ রান এবং শেষ দিকে ওয়াশিংটন সুন্দর ২৫ বলে ৩০ রান করেন। বিরাট কোহলি করেন ১৮ বলে ২০ রান।
আপনার মতামত লিখুন :