
মো: তপন সরকার, হোমনা : কুমিল্লার হোমনা উপজেলার চারকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক নাছিমা বেগমের বিদায় সংবর্ধনা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (১২ এপ্রিল) বিকাল ৩ টার দিকে উপজেলার আছাদপুর ইউনিয়নের চারকুড়িয়া যুব সমাজের আয়োজনে বিদ্যালয় সংলগ্ন মাঠে দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে ব্যবসায়ী সরকার শাহজালাল সাজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার খাদিজা আক্তার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি অধ্যাপক সেলিনা রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ডাঃ ইকবাল হোসেন প্রধান, ব্যবসায়ী সাগর শাহ আলম বাবু, সাবেক ব্যাংক কর্মকর্তা হাবিবুর রহমান, আছাদপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো: শিব্বির আহম্মেদ, ব্যবসায়ী মো: বশির আহমেদ, ব্যবসায়ী এনামুল হক সরকার। এছাড়া বিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। ভবিষ্যৎ প্রজন্মকে সামনে এগিয়ে নিতে হলে শিক্ষার গুরুত্বপূর্ণ অপরিসীম। শিক্ষার্থীরা তোমরা সবাই বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি নিজেদের মধ্যে আত্মবিশ্বাসবোধ, বন্ধুত্ব সুলভ আচরণে সামনের দিন গুলোতে এগিয়ে যেতে হবে। তোমাদের কে দায়িত্বশীল হিসেবে গড়ে তুলার জন্য শিক্ষার কোন বিকল্প নেই, পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চা করতে হবে।
পরে বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষিকা বিদায় নাছিমা বেগম কে ক্রেস্ট সহ অন্যান্য উপহার তুলে দেন অত্র বিদ্যালয়ের সহকর্মী ও সাবেক শিক্ষার্থীরা।
আপনার মতামত লিখুন :