• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫২ অপরাহ্ন

স্বাধীনতার স্বাদ পেতে সুবিচার প্রতিষ্ঠা করতে হবে : জামায়াত আমির


প্রকাশের সময় : অগাস্ট ৩০, ২০২৪, ৭:১৮ PM / ১৬
স্বাধীনতার স্বাদ পেতে সুবিচার প্রতিষ্ঠা করতে হবে : জামায়াত আমির

ঢাকারনিউজ : সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করতে না পারলে স্বাধীনতার স্বাদ পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান।

শুক্রবার (৩০ আগস্ট) বিকালে সম্মিলিত পেশাজীবী পরিষদ ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেছেন।

তিনি বলেন, এখনও শকুনের ছায়া আছে। সব চাওয়া আল্লাহর কাছে। যে দলই ক্ষমতায় আসুক না কেন, তারা যেন সামাজিক সুবিচার প্রতিষ্ঠিত করতে পারে। সুবিচার প্রতিষ্ঠিত না হলে স্বাধীনতা অর্জন করতে পারলেও তার স্বাদ পাওয়া যাবে না।

তিনি আরও বলেন, এ দেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই দেশের নাগরিক, সবাই মিলে নৈতিকতার পথে মডেল তৈরি করতে পারলেই সবাই নিজের দায়িত্ব পালন করতে বাধ্য হবে, কেউ অন্যায় করতে পারবে না।