• ঢাকা
  • রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ন

‘স্বপ্নালোক বইমেলা’ উদ্বোধন করেছেন কবি মোহন রায়হান


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৫, ২০২৫, ৬:৪১ PM / ১০৮
‘স্বপ্নালোক বইমেলা’ উদ্বোধন করেছেন কবি মোহন রায়হান

স্টাফ রিপোর্টার, ঢাকা : বইমেলা ২০২৫ উপলক্ষে বিশেষ প্রকাশনা ‘স্বপ্নালোক বইমেলা’র আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান। বইমেলায় প্রকাশনা প্রতিষ্ঠান সাউন্ডবাংলা’র সাহিত্য-সংস্কৃতির কাগজ স্বপ্নালোক-এর বিশেষ প্রকাশনা ‘স্বপ্নালোক-বইমেলা’র উদ্বোধনকালে উপস্থিত ছিলেন পৃষ্টপোষক কলামিস্ট মোমিন মেহেদী, অভিনেতা হুমায়ুন কাবেরী, নির্বাহী সম্পাদক সোনিয়া দেওয়ান প্রীতি, কবি বাপ্পি সাহা প্রমুখ।

কথাশিল্পী শান্তা ফারজানা সম্পাদিত পত্রিকাটিতে বইমেলার যে কোনো নতুন বইয়ের সংবাদ বা লেখা পাঠানোর জন্য ইমেইল- mominmahadi@gmail.com   হোয়াটসঅ্যাপ নাম্বার- ০১৭১২৭৪০০১৫-এও লেখা পাঠানো যাবে বলে জানিয়েছেন স্বপ্নালোক-এর সম্পাদনা পর্ষদ।