• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ন

লালমোহন দেবীর চর মডেল একাডেমী এর এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


প্রকাশের সময় : এপ্রিল ৯, ২০২৫, ৮:২৩ PM / ৯২
লালমোহন দেবীর চর মডেল একাডেমী এর এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাহে আলম আখন, লালমোহন,ভোলা : অত্যন্ত আন্তরিকতাপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ভোলার লালমোহনের দেবিরচর মডেল একাডেমীর ২০২৫ ইং সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
৮ এপ্রিল ২০২৫ মঙ্গলবার সকালে মো: ফরিদ উদ্দিন ও এমদাদুল ইসলাম ফোরকান এর সঞ্চালনায় দেবীর চর মডেল একাডেমীর মাঠে অনুষ্ঠিত প্রীতি আয়োজনে, দেবিরচর মডেল একাডেমীর পরিচালক মোস্তফা কামালের ভাই দেবীর চর হোসাইনিয়া দাখিল মাদ্রাসার অবসর প্রাপ্ত শিক্ষক আতাহার উদ্দিনের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দেবীর চর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারি প্রধান শিক্ষক এ,কে. এম খোরশেদ আলম। পরিচালকের অনুপস্থিতিতে পরিচালকের দায়িত্ব পালন করেন মো: মোস্তফা কামালের স্ত্রী নাছিমা বেগম।অনুষ্ঠানটি সার্বিক দিক নির্দেশনায় ছিলেন প্রধান শিক্ষক মো: আবির হাসান ও নজরুল ইসলাম।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বদরপুর নুরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয়ের প্রভাষক মো: মাহে আলম আখন  , প্রভাষক মো: আল আমিন, প্রভাষক মো: হাবিবুর রহমান, ইউসুফ মুন্সি, প্রবীণ শিক্ষাবিদ মাওলানা মোঃ হারুনুর রশিদ,মো: কামাল পারভেজ খান,কবির হোসেন পঞ্চায়েত,পারভেজ,কামরুল ইসলাম  প্রমুখ । অনুষ্ঠানে আমন্ত্রিত মেহমান হিসেবে আরো উপস্থিত ছিলেন- বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিককমন্ডলী, অভিভাবকবৃন্দ ও স্থানীয়  সুধীসমাজ। অনুষ্ঠানের সূচনাপর্বে বিদায়ী শিক্ষার্থীরা ফুলের মালা পরিয়ে একে একে সকল অতিথিকে বরণ করে ।
আলোচনাপর্বে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিগণ বলেন- ছাত্রজীবনের একটি মহামুল্যবান সময় হচ্ছে মাধ্যমিক শিক্ষাজীবন। সামনের জীবনকে বিকশিত করতে  শিক্ষার্থীরা তাদের গুরুজনের কাছ থেকে এই সময়টাতে সবচেয়ে বেশি বিদ্যাগ্রহণ করে থাকে । সততা, নিয়মানুবর্তিতা, দেশপ্রেমের আসল পাঠ মাধ্যমিক শিক্ষাজীবনেই শিক্ষার্থীদের উপহার দেয় তাদের শিক্ষকগণ । আগামীর বাংলাদেশ তোমাদের দিকে তাকিয়ে আছে । এসএসসি পরীক্ষা তোমাদের জীবনের প্রথম অগ্নিপরীক্ষা । ভবিষ্যতের জীবনকে সাফল্যের ফুলে ফলে সুরভিত করতে তোমাদেরকে এই পরীক্ষায় অবশ্যই ভালো করতে হবে  । তোমাদের প্রয়াস আর আমাদের দোয়া তোমাদেরকে সফল করুক । মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষের মতো মানুষ হইতে হবে- এই হোক তোমাদের পণ ।
বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য প্রদান ও দোয়া প্রার্থনা করেন মো: তরিকুল ইসলাম তাওফিক। এসময় তাওফিক বলেন এই প্রতিষ্ঠানেই আমার হাতে খড়ি। প্লে থেকে আজ বারটি বছর আমি এই প্রতিষ্ঠানে শিক্ষা অর্জন করছি।আজ বিদায় নিতে এসে আমি বড় মার্মহত ও ব্যথিত।
আলোচনা শেষে পরীক্ষার্থীদের জন্য দোয়া মোনাজাত পরিচালনা করেন প্রভাষক মো: মাহে আলম আখন।