• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৩ অপরাহ্ন

ময়মনসিংহ-৩ থেকে প্রার্থী হবেন শফিউল ইসলাম লিংকন


প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৩, ৩:৪১ PM / ২৬৬
ময়মনসিংহ-৩ থেকে প্রার্থী হবেন শফিউল ইসলাম লিংকন

ময়মনসিংহ সংবাদদাতা : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪৮ ময়মনসিং-৩ গৌরীপুর আসন থেকে তৃণমূল রাজনীতিতে পরীক্ষিত নেতা সমাজসেবক ও রাজনীতিবীদ মো: শফিউল ইসলাম লিংকন এবার প্রার্থী হতে যাচ্ছেন।

স্বতন্ত্র নাকি দলীয়ভাবে এমপি নির্বাচন করবেন এমন প্রশ্নের জবাবে লিংকন বলেন, এই মূহুর্তে স্বতন্ত্র নির্বাচন করব না। দলীয় সমর্থন নিয়ে এনপিপি থেকে নির্বাচন করার ঘোষনা দিয়েছেন তিনি।
মো: শফিউল ইসলাম লিংকন কে ঘিরে ন্যাশনাল পিপলস্ পার্টি’র (এন পি পি) নেতাকর্মীরা আশাবাদী। এনপিপি,র রাজনীতির মধ্যদিয়ে রাজনীতিতে হাতেখড়ি লিংকনের। আন্দোলন সংগ্রামে রাজপথের লড়াকু সৈনিক হিসেবে তিনি ময়মনসিংহ জেলাসহ গোটা বাংলাদেশে পরিচিত একটি মুখ।

আসন্ন সংসদ নির্বাচনে দলের হাইকমান্ড তাকেই মনোনীত করবে বলে আশাবাদী তিনি ও সমর্থকরা। এনপিপি,র রাজনীতির মধ্যে দিয়ে তার রাজনৈতিক জীবনের শুরু। বর্তমানে তিনি (এন পি পি) এর কেন্দ্রীয় সদস্য ও ময়মনসিংহ জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০১৯সালে ময়মনসিংহ জেলার ১৪৮ ময়মনিসংহ ৩ গৌরীপুর আসন থেকে (এন পি পি) দলের মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে লড়েছেন। রাজপথের পরীক্ষিত সৈনিক হিসেবে পরিচিত মো: শফিউল ইসলাম লিংকন এবার ১৪৮ ময়মনসিংহ ৩ গৌরীপুর আসন থেকে আবারো এন পি পির মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে লড়াই করবেন বলে তিনি জানিয়েছেন। দলীয় মনোনয়ন পাবেন বলে আশ্বস্থ করেছেন দলের হাই কমান্ড।

মো: শফিউল ইসলাম লিংকন আরো বলেন,আমি যদি নির্বাচিত হই তাহলে এলাকায় গ্যাস নেই এলাকার জনগণকে গ্যাসের ব্যবস্থা করে দিব।তিনি বলেন, অসচ্ছল মানুষকে স্বাবলম্বী করা, দারিদ্র্য দূরীকরণ, বেকারত্ব দূরীকরণ, দক্ষ জনশক্তি গড়ে তোলা ও কর্মসংস্থান সৃষ্টি করাই আমার লক্ষ্য। আমি মানুষের দুর্ভোগ কমাতে কাজ করবো, অসহায় মানুষের সহায় হিসেবে পাশে থাকবো।

১৪৮ ময়মনিসংহ ৩ গৌরীপুর আসনের অন্তর্ভুক্ত এলাকা এখনো অনেক অবহেলিত রয়েছে। সম্ভাবনাকে কাজে লাগিয়ে তরুণ ও যুব সমাজকে তথ্য প্রযুক্তি নির্ভর আর্থকর্মসংস্থান সৃষ্টি সহ এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চাই। আশা করি জনগন আমাকে সেই সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ।

বর্তমান দলের চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু ভাই।তিনিও আমাকে খুব পছন্দ করেন।

একসময় মিডিয়াতে কাজ করেছেন লিংকন মিউজিক ভিডিও গান,শর্ট ফিল্ম ও উপস্থাপনা প্রোগ্রামে। এখন মিডিয়া থেকে তিনি অনেক দূরে আছেন।

তাছাড়াও চীন থেকে স্কিন ও লেজার এক্সপার্ট হিসেবে বেশ অভিজ্ঞ ও খ্যাতি রয়েছে মো: শফিউল ইসলাম লিংকন এর।
ত্বকের লেজার চিকিৎসা করেন শফিউল ইসলাম লিংকন। সেখানেও মানুষ নানা সমস্যা নিয়ে আসে। আমি সেখানে তাদের সেবা করতে পেরে আমারো অনেক ভালো লাগছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মুখ লিংকন। সামনে আরো ভালো ভালো কাজ করতে চান মানুষের জন্য এই আশাবাদ ব্যাক্ত করেছেন তিনি।