• ঢাকা
  • শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১৬ পূর্বাহ্ন

মোনাজাতের মাঝে পড়লো ড্রোন, বিকট শব্দে ইজেতমায় মুসল্লিদের আতঙ্ক


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২, ২০২৫, ১২:২৮ PM / ৪৯
মোনাজাতের মাঝে পড়লো ড্রোন, বিকট শব্দে ইজেতমায় মুসল্লিদের আতঙ্ক

গাজীপুর সংবাদদাতা : বিশ্ব ইজতেমায় রোববার (২ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাত চলাকালে সকাল ৯ টা ২৫ মিনিটের দিকে বিকট শব্দে মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইজতেমা ময়দানের বিদেশি নিবাসের পূর্বপাশে টিনের ছাউনিতে ড্রোন আছড়ে পড়ে শব্দ হয়। এক পর্যায়ে মুসল্লিরা ছোটাছুটি করতে থাকেন।

জানা গেছে, তাবলীগ জামাতের মাওলানা মোহাম্মদ জুবায়ের আখেরি মোনাজাত পরিচালনা করছিলেন। মোনাজাতের শেষের দিকে কয়েক মিনিট আগে ইজতেমা ময়দানের উত্তর পাশে বিদেশি নিবাসের পূর্ব দিকে একটি টিনের ছাউনির উপর ড্রোন আছড়ে পড়ে। এতে টিনের ওপর বিকট শব্দ সৃষ্টি হয়। এতে আতঙ্কিত হয়ে ওই স্থানে থাকা মুসল্লিরা ছোটোছুটি করতে থাকেন। পরে উপস্থিত মুসল্লিরা শব্দে উৎস খুঁজতে গিয়ে ড্রোনটির সন্ধান পান।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম বলেন, একটি ড্রোন আকাশে উড়ছিল সম্ভবত ড্রোনটির চার্জ শেষ হয়ে যাওয়ায় সেটি ইজতেমা ময়দানের একটি ট্রেনের ছাউনিতে আঁছড়ে পড়ে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে মুসল্লিরা অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। পরে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে ড্রোনটি উদ্ধার করে।

মোনাজাতের পরে ইজতেমার বয়ান মঞ্চ থেকে ঘোষণা করা হয় একটি ড্রোন ইজতেমা ময়দানের টিনের ছাউনিতে আঁছড়ে পড়েছিল এতে ভয় বা আতঙ্কের কোন কারণ নেই।