• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৪ অপরাহ্ন

মাসদাইর মহাশ্মশানে রাখের প্রদীপ প্রজ্জলনের সমাপনী দিবস সম্পন্ন


প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২৩, ১০:০২ PM / ৩১৭
মাসদাইর মহাশ্মশানে রাখের প্রদীপ প্রজ্জলনের সমাপনী দিবস সম্পন্ন

ফতুল্লা সংবাদদাতা : আপনজন ও দেশবাসীর মঙ্গল এবং কল্যাণ কামনায় মাসদাইর মহাশ্মশানে লোকনাথ ভক্তদের রাখের উপবাসের সমাপনী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার ১৪ নভেম্বর বিকাল থেকে নারায়ণগঞ্জের মাসদাইরে মহাশশ্মানে লোকনাথ মন্দিরে সমাপনী রাখের উপবাস অনুষ্ঠিত হয়েছে।

লোকনাথ মন্দির প্রাঙ্গণে প্রদীপ প্রজ্জ্বলন করেন, শ্মশান পরিচালনা কমিটির সভাপতি শংকর সাহা ও সাধারণ সম্পাদক সুজন সাহা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি প্রদীপ দাস, সাধারণ সম্পাদক রনজিত মন্ডল, ফতুল্লা সদর থানা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি রণজিৎ মোদক, সত্য গোপাল জিউর বিগ্রহ মন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা রণজিৎ দাস, কিশোর কুমার দাস, শান্তি রঞ্জন ঘোষাল, অর্জুন দাস, রঞ্জন দাস ও কাশীনাথ দাস প্রমুখ। প্রদীপ প্রজ্জ্বলন উৎসব সহ¯্রাধিক ব্রতী অংশগ্রহণ করেন। রাখের উপবাসের সমাপনী দিবস পালনে সার্বিক পরিচালনায় ছিলেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক রনজিত মন্ডল।

প্রদীপ প্রজ্জ্বলনকালে প্রয়াত কমান্ডার গোপীনাথ দাস, স্বর্গীয় নিরঞ্জন সাহা, দিলীপ কুমার সাহা, সমীর কর, হারাধন চক্রবর্তী, তপন সাহা, আশীষ পোদ্দার ও অরুণ কুমার দাস এর আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। শ্মশান পরিচালনা কমিটির সভাপতি শংকর সাহা ও সাধারণ সম্পাদক সুজন সাহা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পূর্ন হওয়ায় পুলিশ প্রশাসন সহ মন্দির পরিচালনা কমিটিকে ধন্যবাদ জানান। অপরদিকে ফতুল্লার লালপুর শ্রী তাপস রায়ের বাসভবনে শ্রী শ্রী লোকনাথ মন্দির প্রাঙ্গণে রাখের প্রদীপ প্রজ্বলন উৎসব অনুষ্ঠিত হয়।