
নিজস্ব প্রতিবেদক : সোমবার(২০ নভেম্বর) নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের নেতৃত্বে অনুষ্ঠিত আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে যোগদান করেছেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমএ মান্নান।
ফতুল্লার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মী নিয়ে মিছিল সহ যোগদান করেন তিনি।
মিছিলে এমএ মান্নানের নেতৃত্বে স্লোগানে স্লোগানে জামায়াত-বিএনপিকে হুশিয়ার করেন তিনি। পাশাপাশি আগামীতেও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানকে এমপি হিসেবে দেখতে চাওয়ার আকাঙ্খার কথাও তুলে ধরেন মান্নান।
মিছিলটি প্রথমে ফতুল্লার পঞ্চবটি এসে জড়ো হয়। পরে সেখান থেকে শামীম ওসমানের নেতৃত্বে মূল মিছিল নিয়ে পাগলা পর্যন্ত স্লোগানে স্লোগানে যাত্রা করে। পাগলায় মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন শামীম ওসমান।
এদিকে, এমএ মান্নান গণমাধ্যমকর্মীদের জানান, ‘আমরা আমাদের নেতা এমপি শামীম ওসমান ভাইয়ের নেতৃত্বে রাজপথে আছি। অতীতে যেকোনো আন্দোলন সংগ্রাম কিংবা দলীয় শান্তি সমাবেশে আমরা এমপি শামীম ওসমান ভাইয়ের নির্দেশনায় রাজপথে ছিলাম, আগামীতেও থাকবো। নারায়ণগঞ্জ-৪ আসনে এমপি শামীম ওসমান ভাইয়ের বিজয় নিশ্চিত করবো ইনশাআল্লাহ।’
আপনার মতামত লিখুন :