• ঢাকা
  • শনিবার, ২৭ Jul ২০২৪, ০৯:৩৭ পূর্বাহ্ন

মাইজভান্ডার শরীফের খলিফা তাহের আলী প্রধানের ওফাৎ দিবস পালিত


প্রকাশের সময় : ডিসেম্বর ৪, ২০২৩, ১১:০২ PM / ১৬৪
মাইজভান্ডার শরীফের খলিফা তাহের আলী প্রধানের ওফাৎ দিবস পালিত

বন্দর (নারায়ণগঞ্জ) সংবাদদাতা : মাইজভান্ডার শরীফের অন্যতম খলিফা হযরত তাহের আলী প্রধানের সপ্তম ওফাৎ দিবস পালিত হয়েছে সালেহ নগরস্থ তার নিজ বাসভবনে। মরহুম খলিফা হযরত তােেহর আলী প্রধানের সনামধন্য পুত্র ভান্ডারী মাঃ নূর আলম প্রধান ও ভান্ডারী মোঃ নূর উদ্দিন প্রধানের উদ্দ্যোগে ওফাৎ দিবসের আয়োজন ও কর্মসূচী গ্রহন করা হয়। কর্মসূচীর মধ্যে বাদ ফজর মরহুমের কবর জিয়ারত,পবিত্র কুরআনখানি, বাদ জোহর মিলাদ ও দোয়া ও মরহুমের জিবনালেখ্য নিয়ে স্মৃতিচারন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক আজকের বিপ্লবী বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আবু সাইদ মিয়া, বিশিষ্ঠ রাজনীতিবিদ ও সমাজ সেবক মোঃ ছালাহ উদ্দিন, শাহী মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি সালমান রাফিকী, শাহী মসজিদ পঞ্চায়েত কমিটির সদস্য মোঃ বাবুল কন্ট্রাকটর, মোঃ সিদ্দিক প্রধান, মোঃ আমান উল্লাহ, আলী আক্কাছ পিন্টু, হাজী শেক মোঃ আবু সাইদ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও মরহুমের অসংখ্য ভক্তবৃন্দ। স্মৃতিচারন শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাহী মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি সালমান রাফিকী।