• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৪ অপরাহ্ন

ভোল পাল্টে দল ত্যাগ করলেন আ’লীগ নেতা


প্রকাশের সময় : অগাস্ট ৩০, ২০২৪, ৭:০৫ PM / ২৫
ভোল পাল্টে দল ত্যাগ করলেন আ’লীগ নেতা

স্টাফ রিপোর্টার, বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা সোমনাথ দে অবশেষে ভোল পাল্টিয়ে দল থেকে অব্যাহতি নিয়েছেন। এদিকে খোলস পাল্টানো এ নেতার তার দল ত্যাগের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন মন্তব্যের ঝড় বইছে। তিনি কখন জাতীয় পার্টির নেতা, কখনও বা আওয়ামী লীগ নেতা। অবশেষে এখন তার স্থান হবে কোথায়? জনমনে এ নিয়ে নানা প্রশ্ন।

তিনি উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। বুধবার দিবাগত রাত ১০টার দিকে তার লিখিত অব্যাহতি পত্রের কপি পাওয়া যায়। বিষয়টি সম্পর্কে মোবাইল ফোনে জানতে চাইলে সোমনাথ দে বলেন, শারিরীক নানা জটিলতাসহ ব্যক্তিগত প্রয়োজনে তিনি আওয়ামী লীগ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডাকযোগে তার পদত্যাগ পত্রের আবেদনটি বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি/সম্পাদক বরাবর পাঠিয়েছেন বলে তিনি জানান।

সোমনাথ দে জাতীয় পার্টি করতেন। পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের সংখ্যালঘু বিষয়ক উপদেষ্টা ও মোরেলগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ছিলেন। ২০১৯ সালের শেষের দিকে তিনি আওয়ামী লীগে যোগ দেন। ২০২২-২০২৩ সালে গঠিত উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটিতে তিনি ৩ নং সদস্য হিসেবে স্থান পেয়েছিলেন।