• ঢাকা
  • রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন

বুবলি যুব কল্যাণ সংস্থার উদ্যোগে চাষাঢ়ায় দিনব্যাপী বসন্ত মেলা অনুষ্ঠিত 


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৩, ২০২৫, ৮:৩৬ PM / ১৯৬
বুবলি যুব কল্যাণ সংস্থার উদ্যোগে চাষাঢ়ায় দিনব্যাপী বসন্ত মেলা অনুষ্ঠিত 
সোনিয়া দেওয়ান প্রীতি : চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে নারীদের কল্যাণে কাজ করা  ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন  বুবলি যুব কল্যাণ সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হলো দিনব্যাপি বসন্ত মেলা।
১৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এ মেলা নারায়ণগঞ্জ জেলা শহরের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এ মেলা’র সবক’টি স্টলে উদ্যোক্তাদের তৈরি করা বিভিন্ন পণ্য সামগ্রী ও পিঠাপুলির খাবার প্রদর্শণ ও বিক্রি করা হয়।
মেলায় উদ্যাক্তাদের মধ্যে অংশগ্রহণ করেন জাতীয় পুরস্কার প্রাপ্ত নারী উদ্যোক্তা সাবিরা সুলতানা নীলা, সুইটি আক্তার, ইমাসহ অনেকে।
বুবলি যুব নারী কল্যাণ সংস্থার সভাপতি বুবলি’র সার্বিক তত্বাবধানে এ মেলার আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাদিয়া আফরিন তমা, কোষাধ্যক্ষ মাহাবুব শিমুল, সদস্য সুবলি আক্তার , প্রেমা রহমান মন প্রমুখ।
বুবলি মেলা সম্পর্কে তার বক্তব্যে বলেন, আমাদের সমাজে যারা উদ্যোক্তা হিসাবে পরিচিতি পেয়েছেন তাদের জন্য এ মেলার আয়োজন করি। আমার উদ্দেশ্য তাদের নিজস্ব পণ্য ও খাবার মেলায় বিক্রি করে আর্থিকভাবে লাভবান হবেন সেই সাথে নিজ পরিচিতি তুলে ধরতে পারবেন। উদ্যোক্তাদের উৎসাহ ও সহযোগিতা পেলে আগামীতে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্হানে মেলার আয়োজন করবো।